উত্তর ২৪ পরগনার নবাবগঞ্জের মেসি ফ্যান ক্লাব লিও’র জন্মদিন উপলক্ষে শনিবার এলাহি আয়োজন করে। ৩৬ পাউন্ডের কেক কেকাটা হয়। এরপর সম্পূর্ণ বাঙালি রীতিতে পাঁচ রকম ভাজা সহযোগে বাঙালি মেনু দিয়ে জন্মদিনের খাওয়া দাওয়া হয়। প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে গোটা এলাকা কার্যত উৎসবের রূপ নেয়।
advertisement
আরও পড়ুন: এখন প্রার্থীদের থেকেও ব্যস্ত ওঁরা, আজ কথা বললে তিনদিন পর মিলছে ‘ডেট’
এই গোটা কর্মকাণ্ডের পিছনে যিনি আছেন তিনি কিন্তু এক অতি সামান্য মানুষ। সারাদিনের কষ্টের রোজগারের টাকা দিয়েই তিনি প্রিয় তারকার প্রতিটি স্মরণীয় মুহূর্ত এইভাবে সবাইকে নিয়ে পালন করে থাকেন। পেশায় চা বিক্রেতা শিব পাত্র লিওনের বিশাল বড় ফ্যান। ফুটবল রাজপুত্রকে কোনদিন চোখের সামনে না দেখেও তিনি মেসি নামে যে উন্মাদনা লাভ করেন তা হয়তো বুয়েন্স আইরেসের রাস্তার কোনও মেসি ভক্তর সঙ্গে তুলনীয় বা তার থেকেও হয়তো বেশি!
মেসি যেন পাত্র পরিবারের একজন সদস্য। তাঁকে ভালোবেসে গোটা বাড়ি শিব পাত্র আর্জেন্টিনার পতাকার নীল-সাদা রঙে রাঙিয়ে তুলেছেন। নিজের টাকা দিয়েই বসিয়েছেন মেসির মূর্তি। সেই মূর্তির সামনেই হলো এদিনের মেগা বার্থডে সেলিব্রেশন। সকালে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে এলাকার কয়েকশো কচিকাঁচাদের হাতে বিশেষ উপহার তুলে দেন তিনি। সংবর্ধনা দেওয়া হয় মেসির বিশেষ ভক্তদেরও। শুধু তাই নয় এদিন বিশেষ আকর্ষণ হিসেবে সম্মানিত করা হয় তৃতীয় লিঙ্গের মেসি ভক্তদেরও। আর্থিকভাবে পিছিয়ে পরা খেলোয়ারদের হাতে তুলে দেওয়া হয় জার্সি, ফুটবল। এছাড়াও সকলের জন্যই ছিল মেসির জন্মদিনে খাওয়ার বন্দোবস্ত। প্রায় বারোশো মানুষ নবাবগঞ্জে শিব পাত্র সঙ্গে মেসির জন্মদিন উদযাপনে মেতে ওঠেন।
রুদ্রনারায়ণ রায়