স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্যের জমিতেই ধান কাটা অবস্থায় সালতিয়ার মাঠেই পড়েছিল। কাটা ধান গুছিয়ে রাখতে প্রতিবেশী ধিরাজকে নিয়ে পঞ্চায়েত সদস্যর ছেলে মিলন সালতিয়া মাঠে গিয়েছিল। কাজ করার সময়েই শুরু হয় তুমুল ঝড়,বৃষ্টিসঙ্গে বজ্রপাত।প্রাকৃতিক দুর্যোগ থেকেই রেহাই পেতে দুজনে মাঠের ধারে একটি গাছের নিচে এসে আশ্রয় নেয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
advertisement
আরও পড়ুন: এক মুঠো মুড়িতেই নানা রোগ মুক্তি! তবে মুড়ি খাওয়ার সঠিক নিয়ম জানেন তো! না হলেই বিপদ!
আরও পড়ুন: গরমে বেড়াতে যান শান্তির জায়গায়! কম খরচে ঘুরে আসুন গেঁওখালি! রইল বিস্তারিত
আচমকাই ঝড়ো হাওয়া মুষলধারে বৃষ্টি বজ্রপাত আর বজ্রাঘাতে মৃত্যু হল দুইজনের। স্থানীয় সূত্রে খবর বজ্রপাতের পরই ২ যুবককে উদ্ধার করলে হয়তো বাঁচানো যেত কিন্তু বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকার পরই মৃত্যু হয়েছে বলে এমনটি জানান তারা। বিষয়টি জানাজানি হতেই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দু'জনকে উদ্ধার করে নিয়ে আসেন হাসপাতালে। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় বাসিন্দা আশিস পাল বলেন, আমাদের পাড়ারই দুই ছেলে মাঠে গিয়েছিল। সেখানেই ঘটে গেল বিপত্তি। তরতাজা দুজনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা।
জিয়াউল আলম