আরও পড়ুন: মন্ত্রীর সামনেই যুবককে সপাটে চড়! দিদির সুরক্ষা কবচে ফের বিতর্ক, এবার দত্তপুকুরে
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময়ই হৃদরোগে আক্রান্ত! প্রয়াত পঞ্জাবের কংগ্রেস সাংসদ
শুক্রবার বিকালে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, ১০০ দিনের কাজের বকেয়া টাকা সহ একাধিক দাবি নিয়ে খোলাপোতা ঋষি অরবিন্দ তপবন স্কুলের সামনে থেকে পথ মিছিল করে খোলাপোতা বিডিও অফিসে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে যান। বিডিও অফিসের মূল গেটে মিছিল আটকালে পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। প্রায় ২০ মিনিট পুলিশ বাম কর্মীদের ধুন্ধুমার কান্ডের পর টাকী রোড অবরোধ করেন বামেরা।
advertisement
তাদের দাবি ,আবাস যোজনার ঘরের দুর্নীতি ও প্রকৃত প্রাপকের নাম নথিভুক্তি করণ করতে হবে অন্যদিকে ১০০ দিনের কাজের বকেয়া প্রদান, সারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে সহ একাধিক দাবি নিয়ে এই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনের আয়োজন করা হয়। যদিও কিছু সময় পর পথ অবরোধ তুলে নিয়ে বিডিও অফিসের সামনেই বিক্ষোভ সভা করেন বামেরা।