এবছর গণেশ পুজোর আগে তারা ভালই বায়না পেয়েছেন। সে কারণেই আগামী ৩১শে আগস্ট গণেশ পুজোর আগেই,রাত জেগে গণেশ প্রতিমা তৈরির কাজে ব্যস্ত এলাকার সকল প্রতিমা শিল্পীরা। মন্ডপে পৌঁছানোর আগে তাই, চলছে শেষ তুলির টান। কাঁকিনাড়া রায় বাহাদুর রোড এলাকায় প্রতিমা তৈরির কারখানায় সেই চিত্রই ধরা পরল এদিন। প্রতিমা শিল্পীরা জানান, ‘এবার বাজার যথেষ্টই ভাল, শেষ মুহূর্তে বহু অর্ডার আসায়, অনেক অর্ডার বাতিল করতে হয়েছে সময়ের অভাবে।’ গত দুবছর খুবই খারাপ অবস্থার মধ্যে দিন কেটেছে মৃৎশিল্পীদের। সেই তুলনায় এবার যথেষ্ট ভালো পরিস্থিতি বলেও জানান প্রতিমা শিল্পীরা।
advertisement
আরও পড়ুন: বোর্তির বিল! মাত্র কয়েক মাস জেগে থাকে এই বিল! ঘুরে আসুন ভাইরাল বিল
আরও পড়ুন: বাবা-মা শিক্ষিত না হলে স্কুলে পড়তে পারবে না সন্তান! জানাল স্কুল!
বর্তমানে চারিদিকে গণেশ পুজো অনেকটাই বেড়েছে। যা আজ থেকে বছর দশেক আগে দেখা যেত না বললেই চলে। দু'এক জায়গায় পুজো হত৷ বর্তমানে ওলিতে গলিতে সরস্বতী পুজোর মত শুরু হয়েছে গণেশ পুজো। তাই অর্ডারও হচ্ছে যথেষ্ট। গত সপ্তায়ে আবহাওয়া পরিস্থিতি ভালো না থাকার কারণেই, ডেলিভারি সঠিক সময়ে দেওয়ার সমস্যার আশঙ্কায় কিছু অর্ডার বাতিল হলেও, যথেষ্টই খুশি শিল্পীরা। ভোরবেলা থেকেই ধীরে ধীরে দূরের মূর্তিগুলি পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে বলেও জানানো হয় শিল্পালয়ে পক্ষ থেকে। ইতিমধ্যেই নানা প্রান্তে প্যান্ডেল ও আলোতে সেজে উঠেছে মন্ডপ, শুধু অপেক্ষা এখন সিদ্ধিদাতা গণেশের। আর তাই ধীরে ধীরে প্রতিমা শিল্পীদের ঘর থেকে মন্ডপের দিকে পাড়ি দিচ্ছেন গজানন।
রুদ্র নারায়ণ রায়






