ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের জনপ্রিয় সিরিজ হল হ্যারি পটার। যার মূল বিষয়বস্তু জাদুর দুনিয়া নিয়ে, আর গোটা কাহিনী হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরেই । যেখানে হ্যারি তার দুই প্রিয় বন্ধু রন উইজলি ও হারমায়নি গ্রেঞ্জারকে সঙ্গে নিয়ে নানা অ্যাডভেঞ্চারে অংশ নেয়। আর সেই গল্পের বেশিরভাগ ঘটনাই ঘটেছে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডরিতে।আর এবার সেই জাদুনগরীর স্কুলই মণ্ডপের রূপ পাবে পাইওনিয়ার ক্লাবের কালী পুজোয়। মন্ডপ থেকে প্রতিমা সবেতেই এবার অভিনবত্বেভরা থাকবে বলেই জানালেন পুজোউদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুন–শাহরুখ খানকে নিয়ে সবচেয়ে বেশি কী সার্চ করা হয় ‘Google’-এ ? জানলে গা কাঁটা দেবে
আরও পড়ুন-কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস অবাক করা তথ্য
৫৫ ফুট উচ্চতা বিশিষ্ট ও ৯০ ফুট চওড়া হচ্ছে এই মন্ডপ। কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হবে প্রতিমা তাতেও থাকছে বিশেষত্ব। প্রতিমা শিল্পী কানাই লাল পাল এর হাতে সেজে উঠছেন দেবী। মা কালীর বিভিন্ন রূপ মন্ডপে একত্রিত ভাবে দেখা যাবে, যা আকৃষ্ট করবে দর্শনার্থীদের। পাশাপাশি মন্ডপে হ্যারি পটার জাদু নগরীর বিভিন্ন চরিত্রকে মেকানিক্যাল এফেক্ট দিয়ে ফুটিয়ে তোলা হবে। থ্রিডির মাধ্যমে গোটা প্যান্ডেল ফুটে উঠবে জাদু নগরীর রূপে। দেখে মনে হবে যেন আপনি পৌঁছে গিয়েছেন কল্পনার জগতে। আর এই অভিনব মণ্ডপসজ্জা যা আনন্দিত করবে বাচ্চা শিশু থেকে বয়স্ক সকল মানুষকেই বলে আশাবাদী উদ্যোক্তারা। ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।
আরও বেশ কিছু বিশেষ আকর্ষণ থাকবে এই পুজোয়, থাকবে আলোর খেলা। এই পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ৩৫ লক্ষ্য টাকা বলে পুজো কমিটির তরফে জানা গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এ বছরের বারাসাতের কালী পুজোয় পাইওনিয়র ক্লাবের ভাবনার কথা আত্মপ্রকাশ পেতেই রীতিমতো তা ভাইরাল হয়ে গিয়েছে। তাই এ বছর হ্যারি পটারের হাত ধরে বাড়তি ভিড় সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন পুজো উদ্যোক্তারা। আগামী ৯ নভেম্বর পাওনিয়র ক্লাবের হ্যারি পটারের জাদুনগরি থিমে এই মন্ডপের উদ্বোধন হবে।
Rudra Narayan Roy