দুঃস্থ মানুষদের কাছে ভাগাড়ের মা। রাস্তায় কোন বাচ্চা পড়ে রয়েছে দেখলে ছুটে গিয়ে কোলে তুলে নেন আদর করে। যদি খবর পান স্টেশনে অবহেলায় কোন বৃদ্ধ পড়ে রয়েছেন তবে সমস্ত কিছু ফেলে ছুটে যান স্নেহ মাখা হাতে তাকে খাইয়ে দিতে। ফের স্বপ্ন দেখান বেঁচে থাকার। জাতি ধর্ম বিচার না করে এভাবেই ছুটে যান পাপিয়া। তাই কেউ বলেন মা অন্নপূর্ণা আবার কারও কারও কাছে ভাগাড়ের মা আর তাকেই এবার পূজোমন্ডপে তুলে ধরছে হাবরার শ্রীপুর স্পোর্টিং ক্লাব।
advertisement
আরও পড়ুন - Cyclone Sitrang Alert: কবে, কখন, কোথায় সাইক্লোন সিত্রাং, রইল ঘূর্ণিঝড়ের পুরো গতির আপডেট
সামাজিক কাজের মধ্যে দিয়েই লড়াই করে চলেছেন পাপিয়া। শুধুমাত্র মানুষকে সাহায্য করার, পাশে থাকার তাগিদেই তিনি নিজের মতো করে কাজ করে যান। লকডাউনের সময় যখন সকলে ঘর বন্দি সেই সময় পাপিয়াই রানাঘাট স্টেশনে খাবার বিলি করতেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। আর তারপরই তার কথা উঠে আসে সংবাদ মাধ্যমের নজরে।
তারপরই ক্লাবের উদ্যোক্তারা তার এই বার্তা সমাজে ছড়িয়ে দিতে ভাগাড়ের মা থিমকেই রূপ দেওয়ার পরিকল্পনা করেন। গোটা মণ্ডপ তৈরি করা হয়েছে আস্ত একটা রেলস্টেশন। রয়েছে এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার জন্য ফুট ওভারব্রিজ। এছাড়াও তৈরি করা হচ্ছে টিকিট কাউন্টার চায়ের দোকান, বুক স্টল। হঠাৎ দেখলে এই মন্ডপ কে রেল স্টেশন বলে ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। মন্ডপ জুড়ে পাপিয়ার বিভিন্ন কাজ ফুটিয়ে তোলা হচ্ছে।
Rudra Narayan Roy