TRENDING:

North 24 Parganas News: দুঃস্থ মানুষদের কাছে তিনি হয়ে উঠেছেন মা, কালীপুজোর থিমে তিনিই, কে তিনি জানুন...

Last Updated:

কালীপুজোর থিমে ফুটে উঠছে ভাগাড়ের মা, কে তিনি জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: করোনার সময় থেকে অসহায় দরিদ্র মানুষদের পাশে দেখা গিয়েছে তাকে। লোক চক্ষুর আড়ালেই দুঃস্থ মানুষদের কাছে তিনি হয়ে উঠেছেন মা। ভাগাড়ের মা। যাকে থিম করে সেজে উঠেছে কালীপুজোর মণ্ডপ। স্বামী, সন্তান, সংসার সামলে যিনি হাসি ফোটান অসংখ্য অসহায় গরিব মানুষদের। তিনি হলেন রানাঘাটের পাপিয়া কর।
advertisement

দুঃস্থ মানুষদের কাছে ভাগাড়ের মা। রাস্তায় কোন বাচ্চা পড়ে রয়েছে দেখলে ছুটে গিয়ে কোলে তুলে নেন আদর করে। যদি খবর পান স্টেশনে অবহেলায় কোন বৃদ্ধ পড়ে রয়েছেন তবে সমস্ত কিছু ফেলে ছুটে যান স্নেহ মাখা হাতে তাকে খাইয়ে দিতে। ফের স্বপ্ন দেখান বেঁচে থাকার। জাতি ধর্ম বিচার না করে এভাবেই ছুটে যান পাপিয়া। তাই কেউ বলেন মা অন্নপূর্ণা আবার কারও কারও কাছে ভাগাড়ের মা আর তাকেই এবার পূজোমন্ডপে তুলে ধরছে হাবরার শ্রীপুর স্পোর্টিং ক্লাব।

advertisement

আরও পড়ুন -  Cyclone Sitrang Alert: কবে, কখন, কোথায় সাইক্লোন সিত্রাং, রইল ঘূর্ণিঝড়ের পুরো গতির আপডেট

সামাজিক কাজের মধ্যে দিয়েই লড়াই করে চলেছেন পাপিয়া। শুধুমাত্র মানুষকে সাহায্য করার, পাশে থাকার তাগিদেই তিনি নিজের মতো করে কাজ করে যান। লকডাউনের সময় যখন সকলে ঘর বন্দি সেই সময় পাপিয়াই রানাঘাট স্টেশনে খাবার বিলি করতেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। আর তারপরই তার কথা উঠে আসে সংবাদ মাধ্যমের নজরে।

advertisement

View More

আরও পড়ুন -  T20 WC: বাংলা আশঙ্কায় সিত্রাংয়ের, সিডনিতেও দুর্যোগের আশঙ্কা, ম্যাচ নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

তারপরই ক্লাবের উদ্যোক্তারা তার এই বার্তা সমাজে ছড়িয়ে দিতে ভাগাড়ের মা থিমকেই রূপ দেওয়ার পরিকল্পনা করেন। গোটা মণ্ডপ তৈরি করা হয়েছে আস্ত একটা রেলস্টেশন। রয়েছে এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার জন্য ফুট ওভারব্রিজ। এছাড়াও তৈরি করা হচ্ছে টিকিট কাউন্টার চায়ের দোকান, বুক স্টল। হঠাৎ দেখলে এই মন্ডপ কে রেল স্টেশন বলে ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। মন্ডপ জুড়ে পাপিয়ার বিভিন্ন কাজ ফুটিয়ে তোলা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দুঃস্থ মানুষদের কাছে তিনি হয়ে উঠেছেন মা, কালীপুজোর থিমে তিনিই, কে তিনি জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল