বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে তাকে উৎসাহ দেবার আশ্বাস দিলেও, বিয়ের পরে রাতারাতি সব বদলে যায় (North 24 Parganas News)। বহু বাধা কাটিয়ে ২০১২ সালে স্বামীর অনুপ্রেরণায় ফের মাঠে প্রত্যাবর্তন হলেও, বয়স তার ক্ষিপ্রতা কেড়ে নিয়েছে। প্রাক্তনীদের তালিকায় নাম লিখিয়ে মনের অদম্য ইচ্ছা আর সবুজ মাঠের টানে ফের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করেছেন যুথিকা। জেলা থেকে বেঙ্গল, তারপর জাতীয় পর্যায়ে অংশ নেওয়া যুথিকা একের পর এক তার ইচ্ছাপূরণ করে চলে।
advertisement
পুরস্কার আর প্রশংসায় ভাসতে থাকা যুথিকার জীবনে আবারো ফের অন্ধকার ঘনিয়ে আসে ২০২০ সালে। সরস্বতী পুজোর দিন তার স্বামী অনুপ রায় গত হন। ফের ছেদ পড়ে অ্যাথলিট জীবনে। শোক কাটিয়ে ছেলের উৎসাহে শুরু হয় নতুন করে ফিরে আসা (North 24 Parganas News)। বাড়ির সামনে এক ফালি জমিতে দিনরাত অনুশীলন করে চলেছে যুথিকা, নিজেকে ফিট রাখতে। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে স্থানীয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনুশিলনে মগ্ন যুথিকা, তার স্বপ্ন কে ওদের মধ্যে ছড়িয়ে দিতে ব্যস্ত এখন। চলতি বছরে তামিলনাড়ুতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে কঠোর অনুশীলন চালাচ্ছে সে। যুথিকা কে সাহায্য করতে তার ছেলে ঘাম ঝড়িয়ে চলেছে কর্মক্ষেত্রে। পুরসভার তরফ থেকেও সাহায্যের কথা জানানো হয়েছে তাকে। রাতে ভাঙা ঘরই, কোনো রকমে মাথা গোঁজার আশ্রয় তাদের। আর সেই ভাঙাচোরা ঘরে শুয়েই স্বপ্ন দেখেন যুথিকা। ফাইট যুথিকা... ফাইট।
Rudra Narayan Roy