TRENDING:

North 24 Parganas News: অশোকনগরের এই পুজো মণ্ডপের পাশেই করা হয়েছে বিনা পয়সার শপিং মল

Last Updated:

এমন অনেক মানুষই আছেন যারা এই শারদ উৎসবে আর্থিকভাবে পিছিয়ে থাকায় পরিবারের জন্য নতুন পোশাক তুলে দিতে অপারগ। তাদের জন্যই করা হয়েছে এই বিনে পয়সার শপিংমল বলে জানালেন পুজো উদ্যোক্তা সুমন পাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: দু'বছর করোনা মহামারীর প্রভাব কাটিয়েই অনেকটা স্বাভাবিক হয়েছে চারপাশ। তাই বিগত কয়েক বছরের তুলনায় এ বছর দুর্গা পুজোকে কেন্দ্র করে আবারও উন্মাদনা চোখে পড়ছে। আনন্দে মেতে উঠছে আট থেকে ৮০ সকলেই। তবে অশোকনগর জনকল্যাণ সভার এবারের দুর্গা পুজো তেমনভাবে জৌলুসময় না হলেও, তাদের অভিনব এক চিন্তা ভাবনা সারা ফেলে দিয়েছে এলাকায়।
advertisement

আরও পড়ুনHowrah News: বাগনানের গ্রামে কেদারনাথের মন্দির, ভিড় জমাচ্ছে আট থেকে আশি

প্রতিমা ও প্যান্ডেল দর্শনের পাশাপাশি মানুষের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বিনে পয়সার শপিংমল। উদ্যোক্তাদের কথায়, মণ্ডপের পাশেই তারা তৈরি করেছে একটি তাবু৷ সেখানেই গরীর মানুষের জন্য প্রয়োজনীয় পোশাক দিয়ে যাচ্ছেন সকলে। এর ঠিক উল্টোদিকেই, নিজেদের পছন্দ মতন প্রয়োজনীয় পোশাক নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এমন অনেক মানুষই আছেন যারা আর্থিকভাবে পিছিয়ে থাকায়, এই শারদ উৎসবে পরিবারের জন্য নতুন পোশাক তুলে দিতে অপারগ। তাদের জন্যই করা হয়েছে এই বিনে পয়সার শপিংমল, জানালেন পুজো উদ্যোক্তা সুমন পাল।

advertisement

আরও পড়ুন South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? ‌সামনে এল গাইড ম্যাপ

View More

সেখানেই সকাল-বিকেল বহু মানুষ এসে যেমন রেখে যাচ্ছেন তাদের অবহৃত পোশাক, ঠিক তেমনভাবেই ব্যাপক সাড়া মিলছে সেই পোশাক থেকে বেছে পছন্দ সই পোশাক ঘরে নিয়ে যাওয়ার জন্য। এই অভিনব উদ্যোগ দেখতে রীতিমতো ভিড় জমছে এলাকায়। অশোকনগরের অন্যান্য পুজোগুলির পাশাপাশি তাই বিচারকদের চোখেও এই জনকল্যাণ সভা বিশেষ নজর কেড়েছে বলেই জানা যাচ্ছে। গত বছর এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

(রুদ্র নারায়ণ রায়)

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অশোকনগরের এই পুজো মণ্ডপের পাশেই করা হয়েছে বিনা পয়সার শপিং মল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল