স্থানীয় সূত্রে খবর, বছর ৬৫-র এক বৃদ্ধা সোনার দোকানের সামনে থাকা গ্রীলের পাশে বসতে যান। আশংকা করা হচ্ছে, বৃদ্ধার শরীর খারাপ লাগার কারণেই তিনি ওই জায়গায় বসেন। এরপরেইআচমকাই মাথা ঘুরে পরে যান গ্রীলের উপর। তখনই ঘটে বিপত্তি। লোহাল ফলা ঢুকে যায় মাথায়। যা বের করা সম্ভব হয়নি ঘটনাস্থলে থাকা কারোর পক্ষেই। খবর দেওয়া হয় বারাসাত থানা ও দমকল বিভাগে। দমকল এসে মাথায় ঢুকে যাওয়া গ্রীলের অংশ কেটে মহিলাকে উদ্ধার করেন। বাকি গ্রীলের ফলা মাথায় নিয়েই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
advertisement
আরও পড়ুন: পুজোর আগে আর কত দিন বৃষ্টি চলবে কলকাতা ও অন্যান্য জেলায়, জানুন ওয়েদার আপডেট ও পূর্বাভাস
আরও পড়ুন: 'অপরাধ ক্ষমা করবেন...!' 'ত্রিপল-কাপড়' নিয়ে এবার মুখ খুললেন মনোরঞ্জন! যা বললেন বিধায়ক
এই মুহূর্তে ওই বৃদ্ধা বারাসাত হাসপাতালেই চিকিৎসাধীন। যদিও এখনও ওই বৃদ্ধার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। কীভাবে এই দুর্ঘটনাট ঘটল তার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে খোঁজখবর শুরু করা হয়েছে মহিলার বিষয়ে জানতে। তবে হাসপাতাল সূত্রে খবর, যা পরিস্থিতি তাতে অস্ত্র প্রচার করা হতে পারে বলেই মনে করছেন চিকিৎসকরা।
(Rudra Narayan Roy)