বর্তমানে আমাদের চারপাশের পরিবেশের যে ভয়ানক পরিস্থিতি তার পরিবর্তন ঘটাতে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নির্বিচারে বৃক্ষ ছেদন,পুকুর ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার প্রতিবাদেও আওয়াজ তোলা হয় এই সংগঠনের তরফ থেকে। পৃথিবীতে দূষণের জন্য সব চাইতে বেশি দায়ী বহুজাতিক কোম্পানি ও উন্নতশীল দেশ গুলি বলেও সংগঠনের তরফ থেকে দাবি করা হয়।
advertisement
আরও পড়ুন: শাখাপ্রশাখার প্রাচীন বটগাছে ঘেরা গোরাতলার ইতিহাস জানলে চমকে যাবেন
পরিবেশকে বাঁচাতে তাই বিশেষ এই দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান কেন্দ্র (অশোকনগর) এক অভিনব সিদ্ধান্ত গ্রহণ করল। তারা জানান, অশোকনগর এলাকায় সংগঠনের সদস্যরা বৃক্ষ রোপন কর্মসূচি পূর্বের মতো চালিয়ে গেলেও, রোপন করা বৃক্ষটির যত্ন করার জন্য গাছের আসপাশে বসবাসকারী নাগরিকদের দত্তক দেওয়া হবে।
এদিন থেকেই অশোকনগরের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে এই গাছেদের দত্তক নেওয়ার কর্মসূচি শুরু করা হয়। অশোকনগর বানীপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বিভিন্ন বয়সের মানুষদের উপস্থিতিতে মিছিল করে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বিজয় ফার্মেসি মোড় সংলগ্ন বিধানচন্দ্র বিদ্যাপীঠ এ এসে শেষ হয়। এদিনের অনুষ্ঠানে প্রায় দেড়শটির উপর ফলের গাছ দত্তক দেওয়া হয়।
প্রখর রোদকে উপেক্ষা করে ঘেমে নেয়ে সুসজ্জিত ট্যাবলো, ব্যানার, প্লাকার্ড হাতে পরিবেশ সচেতন মানুষদের দেখতে রাস্তায় বেরিয়ে আসেন এলাকাবাসীরা। এই পদযাত্রায় অংশ নেন স্কুলের ছাত্র-ছাত্রীরাও। আগামী প্রজন্মকে সুস্থ সুন্দর করে তুলতেই পরিবেশ দিবসে অঙ্গীকারবদ্ধ হলেন বিস্তীর্ণ অশোকনগর এলাকার পরিবেশ সচেতন মানুষজন। আগামী দিনে গাছেদের দত্তক দেওয়ার এই কর্মসূচি আরও বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞান মঞ্চের তরফ থেকে।
Rudra Narayan Roy