আরও পড়ুন: সন্তানদের সামনেই নৃশংসভাবে খুন নায়িকার বোন! ইজরায়েল-হামাস সংঘাতে হৃদয়বিদারক ভিডিও দেখুন
তবে বাড়িতে ফোন করে পরিবারের সঙ্গে কথা বলেছেন সাত্যকি। মা বুলা দেবী জানান, টিভিতে ইজরায়েলের খবর পাওয়ার পর থেকেই খুব চিন্তায়। সুস্থ সুরক্ষিত অবস্থায় এখন বাড়ি ফিরে আসুক ছেলে, এখন ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করছেন মা। তবে যত দ্রুত সম্ভব দেশে ফেরার চেষ্টা করছেন সাত্যকি, এমনই জানিয়েছেন মা। তবে ছেলেকে যতক্ষণ না সামনাসামনি দেখতে পারছেন ততক্ষণ যেন শান্তি পাচ্ছেন না কেউই।
advertisement
ছেলে ফোনে জানিয়েছেন, মাথার উপর দিয়ে ঘন ঘন উড়ে যাচ্ছে যুদ্ধবিমান, বাজছে সাইরেন। ঘর থেকে বেরনো বন্ধ করে নিরাপদ আশ্রয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন বিদেশে আটকে পড়া ছাত্ররা। পুজোর ছুটিতে এক মাসের জন্যও বাড়ি আসার কথা ছিল সত্যকির, তার আগেই ঘটল এমন যুদ্ধ পরিস্থিতি। ইতিমধ্যেই জানা গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল থাকায় ফিরতে কিছুটা দেরি হচ্ছে সাত্যকির। নিরাপদে দ্রুত বাড়ি ফিরুক বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া ওই ছাত্র, এখন তারই অপেক্ষায় পরিবার পরিজন থেকে প্রতিবেশীরা।
রুদ্র নারায়ণ রায়
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F