মঙ্গলবার সকালে ব্যারাকপুর গান্ধী ঘাটে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি গান্ধী ঘাটে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতি বিভাগ আয়োজিত একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ায় পাশাপাশি গান্ধীজির স্বারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠান মঞ্চে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্রিবেদী, জেলাশাসক শরদ কুমার দ্রিবেদী, মহকুমাশাসক সৌরভ বারিক, মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুষ্মিতা হাতি, ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া-সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
অনুষ্ঠানে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশিত হয়। পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে আবাসিক মহিলারা চরকা কেটে রাজ্যপালকে অভিবাদন জানান। এরপর হোমের আবাসিকদের সঙ্গে চরকাও কাটতে দেখা যায় রাজ্যপালকে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় স্কুলগুলির ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।
Rudra Narayan Roy