TRENDING:

North 24 Parganas News: গরমে গাড়ি চালকদের পাশে মানবিক পুলিশ, নিজেদের সঞ্চিত অর্থে কিনে দিলেন জল ও ওআরএস

Last Updated:

১০ জন পুলিশ কর্মী তাদের নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে, প্রায় ৩০০ জন চালক ও খালাসিদের হাতে ওআরএস ও ঠান্ডা জল তুলে দিয়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: শুক্রবার দিনভর ছিল প্রচণ্ড গরম৷ যদিও সন্ধায় কোনও কোনও জেলায় কালবৈশাখীর দেখা মিলেছে৷ বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছিল জেলায় জেলায়৷ এই পরিস্থিতিতে যানবাহন চালকদের পাশে দাঁড়াতে দেখা গেল কয়েকজন পুলিশকে৷ পুলিশের মানবিকতার এমন অনন্য নজির দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরে।
advertisement

শুক্রবার প্রখর রোদে ট্রাফিক পুলিশ ওআরএস ও জলের বোতল তুলে দিলেন যানবাহনের চালক ও খালাসিদের হাতে৷ তবে এই চিত্র অনেক জেলাতেই দেখা গিয়েছে৷ কিন্তু বসিরহাট ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মী নিলেন অভিনব উদ্যোগ৷ নিজেদের পয়সায় কিনলেন জলের বোতল ও ওআরএস৷ সেগুলো বিলি করা হল যে সব চালক ও ড্রাইভার প্রখর রোদেও গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন, তাদের হাতে৷

advertisement

প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়া পরিবহন কর্মীরা পুলিশের কাছ থেকে ঠান্ডা জলের বোতল ও ওআরএস পেয়ে খুব খুশি৷ বিভিন্ন সময় যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন চালকরা, আজ সেই পুলিশের প্রশংসা করলেন তারা৷ শুক্রবার দুপুরে ইছামতি ইটিন্ডা রোডে ট্রাফিক পুলিশ আধিকারিক প্রশান্ত দাসের নেতৃত্বে এই জল ও ওআরএস বিলি করে পুলিশ৷ ১০ জন পুলিশ কর্মী তাদের নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে, প্রায় ৩০০জন চালক ও খালাসিদের হাতে ওআরএস ও ঠান্ডা জল তুলে দিয়েছেন।

advertisement

বসিরহাট প্রাণকেন্দ্র ইছামতি ব্রিজের কাছে একাধিক প্রশাসনিক ভবন, জেলার একাধিক গুরুত্বপূর্ণ অফিস। পাশাপাশি ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তের কয়েকশো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে৷ সেখানেই টোটো, অটো, বাস ও সীমান্তের ট্রাক সহ একাধিক যান চলাচল করে৷ গরমে তাদের সুস্থ থাকার বার্তা দিল বসিরহাট ট্রাফিক পুলিশ।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

Rudra Narayan Roy

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গরমে গাড়ি চালকদের পাশে মানবিক পুলিশ, নিজেদের সঞ্চিত অর্থে কিনে দিলেন জল ও ওআরএস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল