শুক্রবার প্রখর রোদে ট্রাফিক পুলিশ ওআরএস ও জলের বোতল তুলে দিলেন যানবাহনের চালক ও খালাসিদের হাতে৷ তবে এই চিত্র অনেক জেলাতেই দেখা গিয়েছে৷ কিন্তু বসিরহাট ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মী নিলেন অভিনব উদ্যোগ৷ নিজেদের পয়সায় কিনলেন জলের বোতল ও ওআরএস৷ সেগুলো বিলি করা হল যে সব চালক ও ড্রাইভার প্রখর রোদেও গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন, তাদের হাতে৷
advertisement
প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়া পরিবহন কর্মীরা পুলিশের কাছ থেকে ঠান্ডা জলের বোতল ও ওআরএস পেয়ে খুব খুশি৷ বিভিন্ন সময় যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন চালকরা, আজ সেই পুলিশের প্রশংসা করলেন তারা৷ শুক্রবার দুপুরে ইছামতি ইটিন্ডা রোডে ট্রাফিক পুলিশ আধিকারিক প্রশান্ত দাসের নেতৃত্বে এই জল ও ওআরএস বিলি করে পুলিশ৷ ১০ জন পুলিশ কর্মী তাদের নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে, প্রায় ৩০০জন চালক ও খালাসিদের হাতে ওআরএস ও ঠান্ডা জল তুলে দিয়েছেন।
বসিরহাট প্রাণকেন্দ্র ইছামতি ব্রিজের কাছে একাধিক প্রশাসনিক ভবন, জেলার একাধিক গুরুত্বপূর্ণ অফিস। পাশাপাশি ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তের কয়েকশো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে৷ সেখানেই টোটো, অটো, বাস ও সীমান্তের ট্রাক সহ একাধিক যান চলাচল করে৷ গরমে তাদের সুস্থ থাকার বার্তা দিল বসিরহাট ট্রাফিক পুলিশ।
Rudra Narayan Roy