পরিবারের সদস্যরা এরপর ওই নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে যেতে যোগাযোগ করেন হিঙ্গলগঞ্জের জয়েন বিডিও আবুল কালাম আজাদের সঙ্গে। পাশাপাশি, স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সুশান্ত ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরে যেতে পারলেন ওই নিরুদ্দেশ থাকা ভবঘুরে। ওই ব্যক্তির পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানানো হয় হিঙ্গলগঞ্জের বিডিও আবুল কালাম আজাদ কে। বিডিও নিজে অর্থ দিয়ে ওই ব্যক্তিকে সুস্থ করেন এবং দেখভালের দায়িত্ব নেন।
advertisement
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে চুরি আটকাতে গ্রাম সুরক্ষা কমিটি তৈরির পরামর্শ পুলিশের
এদিন নতুন বস্ত্র হাতে তুলে দিয়ে তাকে ফেরানো হল পরিবারের কাছে। নিখোঁজ আনিসুর শুধু নন, এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যেই দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া ব্যক্তিরা ফিরে পান তাদের পরিবারকে। ১৯৯৯ সাল থেকে এখনো পর্যন্ত মোট ৯২ জন কে ঘরে ফিরিয়েছে এই সংগঠন। সুন্দরবন এলাকায় প্রতিবছরই এ ধরনের বহু নিখোঁজ মানুষের সন্ধান মেলে। এদিন এই ভবঘুরে ঘরে ফিরতে পাড়ায় তার পরিবারের লোকজনও যথেষ্টই খুশি।
Rudra Narayan Roy