TRENDING:

North 24 Parganas News: ক্রেতা ও বিক্রেতার মসৃণ পথ গড়ে, পরিশ্রমী মেয়েদের সফলতার পথ দেখাতে নজির গড়লেন একদল আধুনিক নারী

Last Updated:

এমন উদ্যোগই আগামীদিনে সফলতার পথ খুলে দেবে আরো বহু উদ্যোগীদের, তেমনি মনে করছেন হাবড়ার ব্যবসায়ী মহল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: থরে থরে সাজানো চিকেনের আইটেম, গরমে তৃপ্তি দিতে সাজানো রকমারী আইসক্রিম, মিল্ক সেক সহ নানা ধরনের পকোড়া সহযোগে সুস্বাদু চাও পেয়ে যাবেন এখানে। শুধু কী তাই ? এখানে আসলে মিলছে আধুনিক ডিজাইনের নানান পোশাক। শাড়ী, কুর্তি বা চুড়িদার, যেমনটা চাই তেমনটাই মিলবে এখানে। এমনকি ঘর সাজানোর হরেক সামগ্রীতে সেজে উঠেছে ড্রিমল্যান্ড সাইনিং জোন পরিচালিত এই প্রদর্শনী ক্ষেত্র। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই হাবড়া শহরের বুকে সাড়া ফেলে দিয়েছে একঝাঁক উদ্যোগী মেয়েরা। বলা ভালো, তারা জীবনে সফল হওয়ার পথ দেখাচ্ছেন অন্যান্য উদ্যোগী মানুষদেরও। নানা বয়সী উদ্যোগী মহিলাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ করে, নানা ভাবনাকে একছাতার তলায় আনার উদ্দেশ্যে বর্তমানে আর্থিক স্বাধীনতার পথ দেখিয়েছে বহু মহিলাকে (North 24 Parganas News)।
অনুষ্ঠিত হচ্ছে চৈত্র সেল ও আহারে বাহারে বৈশাখ
অনুষ্ঠিত হচ্ছে চৈত্র সেল ও আহারে বাহারে বৈশাখ
advertisement

সারাবছর সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে অনলাইনে ব্যবসার পরিধি বাড়লেও বছরে অফলাইনে প্রদর্শনীর মাধ্যমে ব্যবসা করার সুযোগ গড়ে তোলেন ড্রিমল্যান্ড সাইনিং জোন নামে এই গ্রুপের সদস্যরা। নববর্ষের শুরুতেই তাই এক জমকালো প্রদর্শনীর আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। নানা ধরনের রুচিসম্মত শাড়ী, আধুনিক ডিজাইনের নানান গহনা সহ মুখরোচক সুস্বাদু খাবারের স্টল নিয়ে জমজমাট প্রদর্শনী চলছে হাবড়া শহরে। সবচেয়ে বড় বিষয়, প্রতিটি স্টল পরিচালনায় রয়েছেন মহিলারা। তবে এই প্রদর্শনীতে এলে বাড়তি পাওনা হিসেবে থাকবে হরেক বিনোদনের সম্ভার। কেনাকাটার ফাঁকে পছন্দের খাবার হাতে নিয়ে দিব্যি সময় কাটাতে দেখা গেল ক্রেতাদের।

advertisement

৫৬ টি স্টলে নিজেদের মতো করে বিক্রির উদ্দেশ্যে পসরা সাজিয়ে নিয়ে হাজির হয়েছেন নানা প্রান্ত থেকে আসা বিক্রেতা মহিলারা। সবমিলিয়ে জমজমাট আয়োজন থাকছে হাবড়া ইউনাইটেড ক্লাবের মাঠে অনুষ্ঠিত হওয়া এই প্রদর্শনীতে। সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র মেয়েদের নিয়ে তৈরি হওয়া এই গ্রুপের সদস্যরাই সম্মিলিতভাবে আয়োজন করেছেন এই প্রদর্শনীর। বর্তমান যুগে মেয়েরা কিছুনা কিছু করতে চায়। কেউ বাড়ি থেকেই নিজের শিল্পচেতনাকে বাণিজ্যিক রূপ দিতে চান, কেউ বা নিজের হাতে তৈরি রকমারী খাবার পরিবেশন করে মন কেড়ে নিতে আগ্রহী ভোজনরসিকদের। মেয়েদের এই উৎসাহ কে এগিয়ে নিয়ে যেতেই তাদের এই উদ্যোগ বলে জানালেন ড্রিমল্যান্ড সাইনিং জোনের অন্যতম সদস্যা শাওনলী সোম দত্ত।

advertisement

একঝাঁক মেয়েদের এমন উৎসাহকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহাও। ড্রিমল্যান্ড সাইনিং জোনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পৌরপ্রধানের পাশে থাকার আশ্বাস তাদের উৎসাহ যোগাবে বলে জানালেন এই গ্রুপের আরও এক অন্যতম সদস্যা হিয়া সরকার। নববর্ষের আগে একসঙ্গে এতরকমের আইটেম হাতের কাছে পেয়ে আপ্লুত প্রদর্শনীতে ঘুরতে আসা মহিলারাও। সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া এই গ্রুপের এমন উদ্যোগই আগামীদিনে সফলতার পথ খুলে দেবে আরো বহু উদ্যোগীদের, তেমনি মনে করছেন হাবড়ার ব্যবসায়ী মহল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ক্রেতা ও বিক্রেতার মসৃণ পথ গড়ে, পরিশ্রমী মেয়েদের সফলতার পথ দেখাতে নজির গড়লেন একদল আধুনিক নারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল