এরপরই বিষয়টি জানাজানি হতেই খবর যায় হাবরা থানায়। হাবরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখেন। এতগুলি গাড়ির ব্যাটারি চুরি হয়ে যাওয়ার কারণে স্তব্ধ হয়ে পরে পৌর পরিষেবা। ফলে এদিন ময়লা তোলার কাজ বন্ধ হয়ে থাকে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। পুলিশের তরফ থেকে এলাকার সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, হালকা শীত পড়তেই চোরের উপদ্রব বেড়েছে হাবরা এলাকায়। বেশ কয়েকটি চুরির ঘটনায় ইতিমধ্যেই ঘটায়, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
আরও পড়ুনঃ বেহাল রেল গেটের রাস্তায় ঘটছে দুর্ঘটনা, প্রতিবাদ নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের
এদিন আবারও পৌরসভার ভ্যাটের গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় পুলিশি নিরাপত্তার দিকেই আঙ্গুল তুলে দিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।হাবরা পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের ব্যবহৃত গাড়িগুলি থেকে ব্যাটারি চুরির ঘটনায় ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বেশ কয়েকদিন আগে পার্শ্ববর্তী অশোকনগর থানা এলাকায়ও বেশ কয়েকটি টোটো গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছিল। দুটি ঘটনার সঙ্গে কোনও যোগসুত্র আছে কিনা সে বিষয়েও নিশ্চিত হতে চাইছে পুলিশ।
Rudra Narayan Roy





