সোমবারও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার জন্য চালানো হচ্ছে বাইক পরিষেবা। পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগের সুবিধার্থে ছড়িয়ে দেওয়া হয়েছে ফোন নম্বর (North 24 Parganas News)। শুধু তাই নয়, অনেক পরীক্ষার্থী আছে যাদের বাড়ি পরীক্ষা কেন্দ্র থেকে অনেকটাই দূরে। তাদের যাতে পরীক্ষা কেন্দ্রে আসতে সমস্যায় পড়তে না হয় তার জন্য দুয়ারে পৌঁছে যাচ্ছে ছাত্র পরিষদের কর্মীরা।
advertisement
করোনা পরিস্থিতির পর বহু পরিবার আছে যাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়। বিশেষ করে তাদের জন্য এই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। দূরে পরীক্ষা কেন্দ্র হলেও সেই পড়ুয়াদের যাতে কোন অসুবিধা না হয় তারই জন্যে এই পরিষেবা বলে জানানো হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। সময় মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দুশ্চিন্তা মুক্ত করাই লক্ষ বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তৃণমূল ছাত্র পরিষদের এমন সমাজসেবামূলক ভাবনায় খুশির হাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে। যাতায়াত খরচ ছাড়াই সঠিক সময়ে সন্তানরা পৌঁছে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে। তাই ছাত্র পরিষদের সদস্যদের এমন ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকারাও।
Rudra Narayan Roy