TRENDING:

North 24 Parganas News- ভুয়ো লোন কার্ড তৈরি করে লক্ষাধিক টাকার সামগ্রি গায়েব

Last Updated:

ভুয়ো লোন কার্ড তৈরি করে লক্ষাধিক টাকার প্রতারণা, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা:  একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার ভুয়ো লোন কার্ড তৈরি করে লক্ষাধিক টাকার প্রতারণা। গ্রেফতার প্রাক্তন আইটি কর্মী বুদ্ধদেব বিশ্বাস। নদিয়া থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, ওই সংস্থার তরফ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়।
সাইবার ক্রাইম থানার সাফল্য
সাইবার ক্রাইম থানার সাফল্য
advertisement

সংস্থার সাতটি লোনের কার্ড ব্যবহার করে বেশকিছু দ্রব্য অনলাইন থেকে কেনা হয়। তবে তার পর থেকে লোনের কিস্তি কালেক্ট করতে গেলে সংস্থা দেখতে পায়, সাতটি কার্ড বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু হলেও তাদের কাছে কোনও রকম তথ্য নেই এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট কার্ডের সঙ্গে যুক্ত নেই। সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ  (North 24 Parganas News)। জানতে পারে, সাতটি লোন কার্ড থেকে যে জিনিস গুলি কেনা হয় সেগুলি নদিয়ার একটি ঠিকানায় ডেলিভারি করা হয়েছে। পরবর্তী তদন্তে উঠে আসে, সাতটি কার্ডে বিভিন্ন ব্যক্তির ডকুমেন্ট দেওয়া হলেও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস একটি ব্যবহার করা হয়েছে। যেটি নদিয়ার বাসিন্দা, এক মহিলার। সেই তথ্যের ভিত্তিতে গতকাল নদিয়ায় হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে প্রাক্তন আইটি সংস্থার কর্মী বুদ্ধদেব বিশ্বাসকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

advertisement

পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত নামি একটি বেসরকারি আইটি সংস্থার কর্মী হিসাবে কাজ করতেন  (North 24 Parganas News)। ফলত এই অভিযুক্ত টেকনোলজির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকায় এই প্রতারণার ছক তৈরি করে। প্রাথমিক ভাবে পুলিশের তদন্তে উঠে আসে, অভিযুক্ত ওই সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে ভিন্ন ব্যক্তিদের প্যান কার্ড এবং আধার কার্ডের তথ্য দিয়ে কার্ডের জন্যে আবেদন করতো। তবে প্রতিটি কার্ডের জন্যে এই অভিযুক্ত নিজের স্ত্রীয়ের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করতো। এই ধরনের সাতটি কার্ড ইস্যু করে সেই কার্ডের সাহায্যে লোন মারফত প্রায় দু লক্ষ টাকার উপরে জিনিস ক্রয় করে। পরবর্তীতে সেই জিনিস গুলি বাজারে বিক্রি করে মুনাফা লাভ করতো। ওই ব্যক্তি ভুয়ো লোনের কার্ড তৈরি করার জন্যে যে প্যান কার্ড এবং আধার কার্ড ব্যবহার করতো, সেই ডকুমেন্টসগুলি কোথা থেকে জোগাড় করতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (North 24 Parganas News)। এছাড়া এই অভিযুক্তের সঙ্গে ওই বেসরকারি সংস্থার কোনও ব্যক্তির যোগ আছে কিনা, তাও তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- ভুয়ো লোন কার্ড তৈরি করে লক্ষাধিক টাকার সামগ্রি গায়েব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল