আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে, গ্রেফতার ৩
প্রতিদিনের মতো রাস্তায় থাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের খাবার দিতে বেরিয়েছিলেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের চার যুবক। যারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এভাবেই খাবার দিতে দিতে তাঁরা পৌঁছে যান স্বরূপনগর দাসপাড়ায়। হঠাৎই দেখতে পান, অচেনা এক মহিলা রাস্তার ধারে বসে আছেন। তাঁকে খাবার দেওয়ার সময় নাম পরিচয় জানার চেষ্টা করে ওই যুবকরা। তিনি উত্তরে কিছু একটা বলেন। কিন্তু সেই ভাষা বুঝতে পারে না এই যুবকরা। তবে তাঁরা হাল ছাড়েননি। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করতে থাকেন। অবশেষে তাঁর কথা থেকে বুঝতে পারেন বাড়ি গাইঘাটায়। তবে এটুকুই, পূর্ণাঙ্গ ঠিকানা জানাতে পারেননি তিনি।
advertisement
এরপর ওই যুবকরা গাইঘাটার একটি ক্লাবের সঙ্গে করেন। সেখান থেকেই ওই ভবঘুরে মহিলার পরিবারের খোঁজ পাওয়া যায়। তাঁদের সঙ্গে মোবাইলে যোগাযোগও করেন। এই যোগাযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে পারেন মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। গোটা ঘটনায় ওই চার বন্ধুকে কৃতিত্ব দিচ্ছে এলাকাবাসী।
জুলফিকার মোল্লা