TRENDING:

Bangla News: সুখটান দিতে গিয়েই মহিলা ওয়ার্ডে রোগী ঘটালেন এই কান্ড!

Last Updated:

হাসপাতালের ওয়ার্ডেই সুখটান মহিলা রোগীর, আর তাতেই ঘটল চরম বিপত্তি। বিড়ির আগুন থেকেই চুলে আগুন লেগে হলুস্থুল কান্ড। জানা গিয়েছে, মহিলা ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধিন ছিলেন অরুণা অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: হাসপাতালের ওয়ার্ডেই সুখটান মহিলা রোগীর, আর তাতেই ঘটল চরম বিপত্তি। বিড়ির আগুন থেকেই চুলে আগুন লেগে হলুস্থুল কান্ড। জানা গিয়েছে, মহিলা ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধিন ছিলেন অরুণা অধিকারী। অক্সিজেন চলছিল তাঁর। ওই অবস্থাতেই রাতে বিড়ির সুখটান দিতে গিয়েই ঘটে এই বিপত্তি। বিড়ির আগুনে চিকিৎসাধীন অরুণা অধিকারীর মুখের কিছুটা অংশ ও চুলের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। গুরুতর অবস্থায় ওই রোগীকে স্থানান্তরিত করা হয়েছে বারাসাত মেডিকেল কলেজে হাসপাতালে।
হাবরা হাসপাতাল 
হাবরা হাসপাতাল 
advertisement

আরও পড়ুনঃ দু’দিন দেরিতে চলবে দার্জিলিং মেল! পথবদল একাধিক উত্তরবঙ্গের ট্রেনের! দেখুন তালিকা

তবে, এই কান্ড আরও বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল বলেই মনে করা হচ্ছে। আতঙ্ক ছড়ায় মহিলা ওয়ার্ডের চিকিৎসাধীন অন্যান্য রোগীদের মধ্যেও। মহিলা ওয়ার্ডের এক রোগীর কথায়, বেডে বসে রাতে সুখটান দিচ্ছিলেন অরুনা। সেই আগুন থেকেই চুলে আগুন লেগে যায় তার। মুখের কিছুটা অংশও পুড়ে গিয়েছে এই ঘটনায়। বিষয়টি নজরে আসতেই অরুণার বেডের সামনে ছুটে আসেন কর্তব্যরত নার্সরা। দ্রুত আগুন নিভিয়ে দেওয়া হয়। আগুন থেকে অক্সিজেন সিলিন্ডারেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফলে বড়সর বিপত্তি থেকে রক্ষা মিলেছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।

advertisement

View More

তবে, এই ঘটনায় হাসপাতালে নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস জানান, ওই রোগী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসাধিন ছিলেন, অক্সিজেন চলছিল।তারমধ্যেই মাস্ক খুলে ধুমপান করেছিলেন, তাতেই বিপত্তি ঘটে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে হাসপাতালে তরফে। আগামী দিনের রোগীদের নিরাপত্তার ক্ষেত্রে আরও কঠোর করা হবে নজরদারি দাবি সুপারের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Rudra Nrayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: সুখটান দিতে গিয়েই মহিলা ওয়ার্ডে রোগী ঘটালেন এই কান্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল