আরও পড়ুন: পুজোর আগে যানজট এড়াতে সোনারপুরে তুলে দেওয়া হল হকারদের
মাটিয়া থানার বিবিপুর এলাকায় টাকি রোড (রাজ্য সড়ক-২) পার্শ্ববর্তী একটি পেট্রল পাম্পের নর্দমায় জমে থাকার তেলে শনিবার সকালে হঠাৎই আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন চারিপাশে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই পেট্রল পাম্পের পাশ দিয়ে চলে যাওয়া একটি ড্রেনে পেট্রল পাম্পের বর্জ্য পেট্রল ও ডিজেল জমা হতো। সেই নর্দমাতেই শনিবার সাত সকালেই হঠাৎই আগুন ধরে যায়। আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে থাকে।
advertisement
এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর দেওয়া হয় মাটিয়া থানায়। মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল সরকার দমকলকে সঙ্গে করে ঘটনাস্থলে পৌঁছন। দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় ছড়িয়ে পড়তে থাকা ওই আগুন নিয়ন্ত্রণে আনে। কী করে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, ওই নর্দমার পাশে দিয়ে হেঁটে যাওয়া পথচলতি কেউ হয়তো জ্বলন্ত সিগারেট বা বিড়ি ওই ড্রেনে ফেলেছিলে। তা থেকেই এই আগুন ছড়িয়ে পড়তে পারে।
জুলফিকার মোল্লা






