TRENDING:

জেদের কাছে হার মানছে প্রতিকুলতা, বিশ্বকাপের প্রোমোতে এবার গুমার 'ধন্যি মেয়ে' বিপাশা

Last Updated:

উত্তর ২৪ পরগনা গুমার বিপাশা বৈষ্ণবের পায়ের জাদুতে ইতিমধ্যেই মজেছেন সকলে। এবার ফুটবল বিশ্বকাপের প্রোমোতে জায়গা করে নিয়ে সকলকে গর্বিত করলেন বাংলার মেয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: কাতার ফুটবল বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। ফুটবল জ্বরে কাবু গোটা বিশ্ব। আর সেই বিশ্বকাপের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনা গুমার বিপাশা বৈষ্ণবকে। দারিদ্রতাকে সঙ্গী করে বেড়ে ওঠা জেলার ছোট্ট গ্রামের মেয়ের এই সাফল্যকে আজ কুর্নিশ জানাচ্ছে ক্রীড়া মহল।
advertisement

বিখ্যাত বাংলা ছবি 'ধন্যি মেয়ে'-র কালজয়ী গান "সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল"-এর কথা যেন মনে করিয়ে দিচ্ছে গুমার বিপাশা। তার পায়ের জাদুতে ইতিমধ্যেই মজেছেন দেশের নামকরা তারকা ফুটবলাররা। এবার সারা বিশ্বের নজরে ফুটবল জাগলিং করে জেলার পাশাপাশি রাজ্যের নাম উজ্জ্বল করছে সে। এবার তার ফুটবল জাগলিংয়ের জাদু তুলে ধরেছেন কাতার বিশ্বকাপের প্রোমো ভিডিওতে।

advertisement

বিপাশার সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ বছর বয়স থেকেই খেলাধুলা পছন্দ ছিল তার। তখন থেকেই সব ভালোবাসা গড়ে ওঠে ফুটবলকে ঘিরে। পরিবার বলতে বাবা, মা। আর তাদের একমাত্রই মেয়ে বিপাশা। বাবার কিনে দেওয়া বল নিয়েই ছোট বেলা থেকে শুরু মাথায় ব্যালেন্স করে বল ধরে রাখার চেষ্টা। আর সেখান থেকেই শুরু বিপাশার ফুটবল জাগলার হওয়ার স্বপ্ন।

advertisement

আরও পড়ুনঃ কাতারে বিশ্বকাপ জিতবে কোন দেশ, উত্তর মিলল বিজ্ঞানীদের গবেষণায়

View More

কিন্তু প্রয়োজন ছিল সঠিক প্রশিক্ষণের, তখনই বিপাশার যোগাযোগ হয় ফুটবলার সুব্রত রায় সঙ্গে। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। এখনও তার কাছেই প্রশিক্ষণ নিচ্ছেন বিপাশা। শিখছেন ফুটবল জাগলিং এর নতুন নতুন কৌশল। ইতিমধ্যেই ফুটবল জাগলার হিসাবে অনেক সম্মানও পেয়েছে বিপাশা। কলকাতা মাঠ সহ বড়বড় ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রণ আসে অতিথি হিসাবে। খেলার উদ্বোধন হয় বিপাশার ফুটবল জাগলিং দিয়েই। কন্যাশ্রী কাপের ফাইনালে বিপাশা ফুটবল জাগলিং ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসেরও নজর কাড়ে। ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী নিজে বিপাশাকে আমন্ত্রণ জানান সাক্ষাৎ করার।

advertisement

আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপের একগুচ্ছ এমন রেকর্ড, যা অনেকের কাছেই অজানা

বিপাশা যে ধরনে জাগলিং করে তা ভারতবর্ষে আর কেউ করে না বলেই দাবি তার প্রশিক্ষক সুব্রত রায় এর। সামর্থ্য না থাকায়, আধুনিক সরঞ্জাম ছাড়াই কোলবালিশ, গাড়ির টায়ার, কাঠের চেয়ার ব্যবহার করেই চলে নানা জাগলিং কৌশল শেখার কাজ। যা দেখলে অবাক হয়ে থাকতে হয়। কাতার বিশ্বকাপ ফুটবলে ঘরের মেয়ে বিপাশা কে দেখতে পেয়ে গর্বিত শুধু গুমা নয়, পুরো বাংলা, গোটা দেশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
জেদের কাছে হার মানছে প্রতিকুলতা, বিশ্বকাপের প্রোমোতে এবার গুমার 'ধন্যি মেয়ে' বিপাশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল