TRENDING:

North 24 Parganas News: পর্বতারোহণ লড়াই করার মানসিকতা তৈরি করে: পিয়ালী বসাক

Last Updated:

স্কুলের বার্ষিক ক্রীড়ায় যোগ দিয়ে খুশি এভারেস্ট জয়ী পিয়ালী বসাক। নিয়মিত খেলাধুলোর পরামর্শ দিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পর্বত আরোহন জীবনে লড়াই করার মানসিকতা তৈরি করে। শরীর সুস্থ-সতেজ রাখতে প্রতিদিন খেলাধুলোরও প্রয়োজন। মসলন্দপুরের রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিয়তা এসে ছাত্র-ছাত্রীদের এই বার্তায় দিলেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক।
advertisement

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সাজিয়ে তোলা হয় গোটা স্কুল প্রাঙ্গণ। ১৯৫৪ সালে পথচলা শুরু হয়েছিল রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের। শিক্ষা এবং খেলাধুলোর ক্ষেত্রে সুনাম আছে। লং জাম্প, হাই জাম্প, দৌড় প্রতিযোগিতা সহ মোট ৪০ টি ইভেন্টে অংশগ্রহণ করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। প্রায় ১৮০ জন প্রতিযোগী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক।

advertisement

আরও পড়ুন: গাছ থেকে ঝুলছে সিভিক ভলেন্টিয়ার! ভুম ভেঙে এ কী দেখল কোচবিহার

এভারেস্ট জয়ী পিয়ালী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলো করার পরামর্শ দেন। ক্রীড়া ক্ষেত্রে সফল হলে পরবর্তী সময়ে চাকরির সুযোগ পাওয়া যায় বলে জানান তিনি। খেলাধুলো করলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকে, মানসিক বিকাশ ঘটে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে পিয়ালী বসাক। এভারেস্ট জয়ের অভিজ্ঞতা ছাত্র-ছাত্রীদের সঙ্গে ভাগ করে নেন পিয়ালী। কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয় সেই বিষয়টিও তুলে ধরেন। তাঁর এভারেস্টে চড়ার গল্প শুনে রীতিমত আপ্লুত হয়ে পড়েন ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি হন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও অনুষ্ঠান ঘিরে উৎসাহ ছিল রীতিমত চোখে পড়ার মত।

advertisement

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পর্বতারোহণ লড়াই করার মানসিকতা তৈরি করে: পিয়ালী বসাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল