আরও পড়ুন: রুপোর পাখায় বাতাস, রুপোর সম্মার্জনীতে ধুলো পরিষ্কার, ৩০০ বছরের সাবেক পুজোয় আজও উড়ে যায় নীলকণ্ঠ
প্রাকৃতির ভারসাম্য রক্ষা ও সকলের সুস্থতা কামনা করেই এবছরের পুজোর এই ভাবনা ভেবেছেন উদ্যোক্তারা। পুজোর মাস খানেক আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। ধীরে ধীরে অনেকটাই এগিয়েছে মণ্ডপ তৈরির কাজ। মেদিনীপুরের মন্ডপ শিল্পীদের হাতেই ফুটে উঠছে এবারের গড়পাড়া বিধান স্মৃতি সংঘের পুজো মন্ডপ। শিল্পীদের নিখুঁত হাতের কাজে, বিশেষভাবে সেজে উঠবে এই পুজো মন্ডপ বলেই দাবি উদ্যোক্তাদের। মন্ডপের ভিতরে যেমন দেখা যাবে বাঁশের কাজ, পাশাপাশি গোটা মন্ডপেই দেখা মিলবে বিভিন্ন ধরনের গাছের ছালবাকল সহ পাতা ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান। যা বিশেষ নজর কারবে দর্শনার্থীদের বলেই মনে করছেন মন্ডপ শিল্পীরা। দেবী প্রতিমাও থাকবে মন্ডপের সঙ্গে সাদৃশ্য মেনে। তাই এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত গোবরডাঙ্গার এই পুজোর মন্ডপ শিল্পীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Rudra Narayan Roy