TRENDING:

Durga Puja 2023: ইছামতীর তীরে প্রাচীন ঠাকুরদালানে শতাব্দীপ্রাচীন দুর্গাপুজোয় ইতিহাসের গন্ধ

Last Updated:

Durga Puja 2023: টাকির ইতিহাস ঘাটলে পরতে পরতে দেখা মেলে ঐতিহাসিক নিদর্শন। টাকির মাটি  ইতিহাস সমৃদ্ধ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুলফিকার মোল্যা, বসিরহাট:  ওপার বাংলা থেকেও এক সময় অনেকে টাকিতে পুজো দেখতে আসতেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। টাকির ইতিহাস ঘাটলে পরতে পরতে দেখা মেলে ঐতিহাসিক নিদর্শন। টাকির মাটি  ইতিহাস সমৃদ্ধ। প্রাচীন জমিদার বাড়ি থেকে শুরু করে পুরাতন মন্দিরের দেখা মেলে টাকিতে। আর এই টাকির বুকে আজও দেখা মেলে ভারতের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর পুরাতন বাড়ি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতীর পাড়ে টাকি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর। সেখানেই আগে জমিদারি করতেন রায়চৌধুরীরা।
টাকিতে ভারতের প্রাক্তন জেনারেল শংকর রায় চৌধুরীর বাড়ির ঠাকুরদালান
টাকিতে ভারতের প্রাক্তন জেনারেল শংকর রায় চৌধুরীর বাড়ির ঠাকুরদালান
advertisement

শঙ্কর রায়চৌধুরীর বাড়ির এই পূজা কয়েকশো বছরের পুরাতন। কথিত, এই বাড়িতে কেদার রায়চৌধুরী পুজো শুরু করেছিলেন। সেখান থেকে এই পুজো চলে আসছে। আজও রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা টাকি বেড়াতে এলে ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি পরিদর্শন করে যান। বাড়িটির সর্বত্র  প্রাচীনত্বের ছোঁয়া পাওয়া যায়।

advertisement

স্থানীয় বাসিন্দা মৃণালকান্তি রায় জানান, “স্বাধীনতার আগে অবিভক্ত বাংলার সময় ওপার বাংলা থেকে লোকজন আসতেন এই পুজো দেখতে। এখন সীমান্তের বেড়াজালে কারণে সেগুলো পুরোপুরি বন্ধ।”  টাকিতে  শঙ্কর রায়চৌধুরীর বাড়ি সংলগ্ন একটি ঠাকুরদালান আছে। কথিত আছে, দেবীবিগ্রহ তৈরি থেকে শুরু করে রং হওয়া পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা থাকেনএই দালানেই।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

প্রাচীনকাল থেকে বংশপরম্পরায় কুমোররা এই প্রতিমা তৈরি করেন। পঞ্চমীর দিন এই দুর্গা ঠাকুর পুরোপুরি খুলে দেওয়া হবে। তার পর পুজো শুরু হবে।

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: ইছামতীর তীরে প্রাচীন ঠাকুরদালানে শতাব্দীপ্রাচীন দুর্গাপুজোয় ইতিহাসের গন্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল