শঙ্কর রায়চৌধুরীর বাড়ির এই পূজা কয়েকশো বছরের পুরাতন। কথিত, এই বাড়িতে কেদার রায়চৌধুরী পুজো শুরু করেছিলেন। সেখান থেকে এই পুজো চলে আসছে। আজও রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা টাকি বেড়াতে এলে ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি পরিদর্শন করে যান। বাড়িটির সর্বত্র প্রাচীনত্বের ছোঁয়া পাওয়া যায়।
advertisement
স্থানীয় বাসিন্দা মৃণালকান্তি রায় জানান, “স্বাধীনতার আগে অবিভক্ত বাংলার সময় ওপার বাংলা থেকে লোকজন আসতেন এই পুজো দেখতে। এখন সীমান্তের বেড়াজালে কারণে সেগুলো পুরোপুরি বন্ধ।” টাকিতে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি সংলগ্ন একটি ঠাকুরদালান আছে। কথিত আছে, দেবীবিগ্রহ তৈরি থেকে শুরু করে রং হওয়া পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা থাকেনএই দালানেই।
প্রাচীনকাল থেকে বংশপরম্পরায় কুমোররা এই প্রতিমা তৈরি করেন। পঞ্চমীর দিন এই দুর্গা ঠাকুর পুরোপুরি খুলে দেওয়া হবে। তার পর পুজো শুরু হবে।






