সাম্প্রতিককালে প্রায় পনেরো দিন ধরে চলা বৃষ্টিতে ব্যাপক হারে ক্ষতি হয়েছে ফুলের। উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বড় ফুলের বাজার বনগাঁ মহকুমার ঠাকুরনগরে। এখান থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ফুল নিয়ে যান ব্যবসায়ীরা। ঠাকুরনগর বাজারের পাইকারি ফুল বিক্রেতা তুষার মণ্ডল জানান, ‘‘এ বছর মায়ের পায়ে পদ্মের জোগান দিতে ভিন রাজ্যের চাষ হওয়া পদ্মের প্রয়োজন পড়তে পারে।’’
advertisement
বাংলার পদ্মকে বলে ডাবল সাইজ পদ্ম। আকারে বেশ বড়। ভিনরাজ্যের পদ্ম এতটা বড় নয়। শিশির পড়লেই পদ্ম পচে যায়, তাই হিমঘরে মজুত করে রাখেন পদ্মচাষিরা। দুর্গাপুজোয় বিশেষভাবে প্রয়োজন হয় এই পদ্মের। তবে এবার পদ্মের জোগানে টান পড়ার আশঙ্কা রয়েছে বলেই জানালেন ব্যবসায়ীরা।
উত্তর ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি জলাশয়ে ও নয়ানজুলিতে চাষ হয় পদ্মের। সেখানকার চাষিরা জানাচ্ছেন, প্রায় ৪০ শতাংশ পদ্ম নষ্ট হয়ে গিয়েছে। তাই ক্ষতি সামলাতে এবছর ভিনরাজ্য থেকে পদ্ম আমদানি করতে হতে পারে। এ বছর পদ্মের দাম এমনিতেই চড়া। তাছাড়া সন্ধিপুজোয় মা দুর্গার পায়ে ১০৮ পদ্ম নিবেদন করতে হয়। এ বছর পদ্ম কিনতে পুজো উদ্যোক্তাদের বেশ মোটা অঙ্কের টাকা খসবে বলেই জানাচ্ছেন ফুল ব্যবসায়ীরা।






