বর্ষার আগাম প্রস্তুতি নিয়ে ভূমিকম্প, সাইক্লোন প্রাকৃতিক বিপর্যয় রুখতে আগাম মহড়া বিপর্যয় মোকাবিলা দলের। সুন্দরবনে গোয়েন্দা কুকুর, লাইভ জ্যাকেট, হেলমেট, দমকল নিয়ে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা যৌথ ভাবে মহড়া চালাল।
আরও পড়ুন: প্রতিবাদের পথ ধরতেই সাফল্য! বন্ধ বেআইনি পুকুর ভরাট, খুশি এলাকার মানুষ
বৃহস্পতিবার এই প্রতিনিধি দলে মোট ২৮৪ জন প্রতিনিধি দলের সদস্যরা অংশগ্রহণ করেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার সুন্দরবন অঞ্চলের উপকূলবর্তী পাঁচটি ব্লক, মিনাখা, সন্দেশখালি-১, সন্দেশখালি ২,হাসনাবাদ , হিঙ্গলগঞ্জ ব্লকগুলি মূলত নদীবেষ্টিত এলাকা। যার চারিপাশে জাল বিন্যসের ন্যয় ছড়িয়ে আছে রায়মঙ্গল নদী, ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী বেতনি নদী। সম্প্রতিকালে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।
advertisement
যেকোনও বিপর্যয়ের সময় দ্রুত মানুষকে উদ্ধার করে সুনির্দিষ্ট নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে তার জন্য পুলিশ কুকুরকে কীভাবে কাজে লাগানো হবে তার মহড়া চলাল। একদিকে গুরুতর আহত হলে কিভাবে স্বাস্থ্য শিবিরে আনা হবে, অন্যদিকে নদীতে পড়ে গেলে কিভাবে উদ্ধার করতে হবে পাশাপাশি দ্রুত চিকিৎসা পরিষেবা কিভাবে দিতে হবে তার আগাম মহাড়া চলল সুন্দরবনের ব্লক গুলোতে।
আরও পড়ুন: প্রকৃতিও যেন সিনেমা করছে, ডবল রোলে জীবন নাকাল মানুষের, আসছে মেগা পরিবর্তন
বারবার প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্নতার মুখে পড়েছে সুন্দরবনের মানুষ। প্রতিবছরে একই ছবি দেখা যায় উপকূলবর্তী এলাকা গুলোতে। এবার যাতে সেই পুনরাবৃত্তি না হয়, তার জন্য যৌথভাবে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল কিভাবে কাজ করবে তার আগাম প্রস্তুতি নিল।
পাশাপাশি প্রান্তিক এলাকার মানুষকে সচেতন করল বিপর্যয় মোকাবিলা দল। এছাড়াও এদিন গ্রামে গ্রামে বিপর্যয় মোকাবিলা দল মাইকিং প্রচার করলো, যার মাধ্যমে বিপর্যয়ের সময় স্থানীয় পঞ্চায়েত ও বিডিও কিভাবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করবেন তার একটি চূড়ান্ত রূপরেখা তৈরি হলো এই মহড়ার মধ্য দিয়ে।
জুলফিকার মোল্যা





