TRENDING:

North 24 Parganas News: এখানে ইংরেজ সাহেবরা এসে তুফান তুলতেন গেলাসে! ইতিহাসের সেই স্মৃতি বুকে সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে ধান্যকুড়িয়া গাইন গার্ডেন

Last Updated:

প্রায় দেড়শো বছর আগে বসিরহাট-বেড়াচাঁপার টাকি রোডের ধারে 'গাইন' দুর্গের আদলে বিশাল এই স্থাপত্য গড়ে তোলেন ধান‍্যকুড়িয়ার পাট ব‍্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: হেরিটেজ তকমার এক বছর পরেও অবহেলায় পড়ে আছে ঐতিহ‍্যবাহী ধান‍্যকুড়িয়া গাইন গার্ডেন। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে উঠেছে। বাগানের চারপাশ ভরেছে ঘাস ও আগাছায়। সীমানা পাঁচিলও যে কোনও সময় ভেঙে পড়তে পারে। রক্ষণাবেক্ষণের কোনও উদ্যোগ নেই প্রশাসনের। কার্যত অযত্নে পড়ে থেকে থেকে বিশাল এই স্থাপত্য আজ নষ্ট হওয়ার মুখে। এই অবস্থায় দ্রুত ঐতিহাসিক ভবনটির সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রতিনিধিদর আসার খবরে বালুরঘাট হাসপাতালে হঠাৎ চালু বন্ধ ডায়ালিসিস পরিষেবা

প্রায় দেড়শো বছর আগে বসিরহাট-বেড়াচাঁপার টাকি রোডের ধারে ‘গাইন’ দুর্গের আদলে বিশাল এই স্থাপত্য গড়ে তোলেন ধান‍্যকুড়িয়ার পাট ব‍্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন। পরবর্তীকালে যা গাইন গার্ডেন নামে পরিচিতি পায়। ৩৩ বিঘা জমির ওপর সুদৃশ্য অট্টালিকা ছাড়াও আমোদ প্রমোদের জন্য তৈরি করা হয়েছিল একটি বাগানবাড়িও। সেখানে জমিদার এবং তাঁদের ব‍্যবসায়িক সহযোগী ইংরেজদের বিনোদনের ব্যবস্থা ছিল। সে সময় টাকি রোড ধরে মার্টিন রেল চলত। যার স্টেশন ছিল ধান্যকুড়িয়ায়। ওই রেলে চড়ে ইংরেজরা আসতেন গাইন গার্ডেনে। এখন সেসব অতীত। তবে সেই ইতিহাসের চিহ্ন এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে গাইন গার্ডেনের আনাচে কানাচে। সেগুলোর অধিকাংশই ধ্বংস হতে বসেছে কেবলমাত্র সংস্কারের অভাবে।

advertisement

View More

আগে গাইন গার্ডেনের পুকুর ঘাটে দু’টি বড় মার্বেলের সিংহ ছিল। নব্বইয়ের দশকে গাইন পরিবারের কয়েক জন সেই সিংহ দু’টি বিক্রি করে দেন। তবে বাগানবাড়ির গেটে দু’জন ইংরেজ একটি সিংহকে বধ করছে—এ রকম একটি ভাস্কর্য এখনও রয়ে গিয়েছে। তিরিশের দশকে এখানে কপালকুণ্ডলা সিনেমার শুটিংও হয়েছিল। ইন্দো-ইউরোপীয় মিশ্র আঙ্গিকের সুদৃশ্য এই অট্টালিকা এখনও অবাক করে শিল্প রসিকদের।

advertisement

কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী ধান্যকুড়িয়ার গাইন বাড়ি পরিদর্শন করেন। তারপরও সংস্কারের বিষয়টি না এগোনোয় হতাশ এলাকার মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: এখানে ইংরেজ সাহেবরা এসে তুফান তুলতেন গেলাসে! ইতিহাসের সেই স্মৃতি বুকে সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে ধান্যকুড়িয়া গাইন গার্ডেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল