আরও পড়ুন: নবদ্বীপের ডেঙ্গি চিত্রে এ কোন ছবি ধরা পড়ল !
এরইমধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাবড়া হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় পুরসভার তৈরি বলে জানিয়েছেন পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। ডেঙ্গু প্রতিরোধে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নালা নর্দমার জমা জলে কীটনাশক ছড়ানো হচ্ছে। মশার লার্ভা খেয়ে ফেলার নর্দমায় ছাড়া হচ্ছে গাপ্পি মাছ।
advertisement
এদিকে গত বছরের মতোই এবারেও আতঙ্ক বাড়িয়ে উত্তর ২৪ পরগনা জেলা থেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এসেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নজরদারি চালানো হচ্ছে গোটা পরিস্থিতির উপর। প্রতিবছরই হাবড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উপরের দিকে থাকতে দেখা যায়। এবার সেই ছবিটাই বদলাতে চাইছে প্রশাসন। তার জন্য সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন হাবড়ার পুরপ্রধান।
রুদ্রনারায়ণ রায়





