ইচ্ছা অনুযায়ী যোগাযোগ করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান কেন্দ্রের ডঃ মেঘনাদ সাহা বিজ্ঞান চক্রের সঙ্গে। এরপর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যবস্থাপনায় দিশা আই হসপিটালের কর্মীরা এসে অপর্ণা দেবীর দেহ থেকে কর্নিয়া সংগ্রহ করেন। পাশাপাশি, ওই ক্যান্সার হসপিটালে এটাই প্রথম আই ডোনেশান বলেও জানা গিয়েছে।
advertisement
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস রায় জানান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সারা বছর ধরেই মরণোত্তর দেহ দান এবং চক্ষু দান সম্পর্কিত বিষয়ে প্রচার অভিযান করা হয়। তিনি বলেন, “কেউ মারা গেলে তার চোখ দিয়ে যদি অন্য কেউ দৃষ্টি পায় এর থেকে আর ভাল কিছু হতে পারে না।” হাবরার বিশ্বাস পরিবারের সিদ্ধান্ত, আগামী দিনে আরও বহু মানুষকে দেহদান ও চক্ষুদানে উৎসাহী করবে বলেও মনে করছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
রুদ্র নারায়ণ রায়