আরও পড়ুন: পুরুলিয়াবাসীর মুশকিল আসান ‘সহায় অ্যাপ’! এটা কী জানেন
ইতিমধ্যেই গানে বেশ কয়েকবার জেলায় সেরার সেরা হয়েছেন প্রতিযোগীরা। তেমনভাবে নাচের ক্ষেত্রেও উঠে এসেছেন জেলার প্রতিভারা। তবে গ্রাম্য এলাকার প্রতিভারা হঠাৎ কলকাতায় গিয়ে রিয়েলিটি শো’র মহাসমুদ্রে পড়ে কিছুটা ঘাবড়ে যান। তাদের সেই ভয় কাটাতেই জেলার অন্যতম সেরা ডান্স কোরিওগ্রাফার অমিত দাসের উদ্যোগে রাজ্যের ১৫ টি ডান্স স্কুলের প্রায় ৩০০ জন প্রতিযোগীকে নিয়ে অশোকনগর শহিদ সদন মঞ্চে অনুষ্ঠিত হল রিয়ালিটি শো’র অনুকরণে ‘নাচের মহা সংগ্রাম সিজন-২’।
advertisement
টিভিতে দেখা রিয়ালিটি শো-এর মতোই এখানেও ছিলেন বিশিষ্ট বিচারকরা। ছিলেন ডান্স কোরিওগ্রাফার ঋষি রায় চৌধুরী, আদিত্য হালদার ও খুশবু নাহা খাতুন সহ বিশিষ্ট ব্যক্তিরা। মূলত টিভি চ্যানেলে হওয়া ডান্স রিয়েলিটি শো-এর বড় মঞ্চে প্রবেশ করার আগে নৃত্যশিল্পীরা যাতে বড় মঞ্চের আদব-কায়দা ও নিজেদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস রপ্ত করতে পারে তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি ডান্স ও কোরিওগ্রাফি’ও যে পেশা হয়ে উঠতে পারে তার প্রশিক্ষণ দেওয়া হল এখানে। এদিনের অনুষ্ঠানে ক্ষুদে শিল্পী থেকে নতুন প্রজন্মের যুবক-যুবতীদের দেখা যায় চোখ ধাঁধানো সব পারফরম্যান্স করতে। মঞ্চের উল্টো দিকে তখন কয়েক হাজার দর্শকে বসে। একের পর এক পারফরম্যান্স মন জিতে নিল দর্শকদেরও। বয়স ভিত্তিক মোট চারটি বিভাগে ভাগ করে চারটি রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের বাছাই করা হয়। সফলদের পুরস্কৃত করা হয় ওই মঞ্চে।
রুদ্রনারায়ণ রায়