আরও পড়ুন: উনুনের আগুনের ফুলকি থেকে ছারখার গোটা গ্রাম
বসিরহাটের শাঁকচূড়া-বাগুন্ডি পঞ্চায়েতের বাঁশঝাড়ি গ্রামে জিয়ারুল গাজির শ্বশুর বাড়ি। তাঁর পরিবার জানিয়েছে, এদিন সকালে সঙ্গী হাকিম হঠাৎ এসে হাজির হয়। একসঙ্গে বসে তারা বেশ কিছুক্ষণ গল্প গুজব করে। হঠাৎই পিস্তল বের করে জিয়ারুলকে লক্ষ্য করে পরপর দুটো গুলি চালায় সে। ঘটনায় হকচকিয়ে গিয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।
advertisement
গুরুতর জখম অবস্থায় পুলিশ জিয়ারুলকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে মৃতের আত্মীয় সালমা বিবির দাবি, এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারুল গাজির সঙ্গে হাকিমের গন্ডগোল চলছিল। তার জেরেই এই খুন। মৃত জিয়ারুলের বিরুদ্ধে জেলা ও রাজ্যের বিভিন্ন থানায় একাধিক খুন, ছিনতাই, ডাকাতি ও রাহাজানির অভিযোগ আছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।
জুলফিকার মোল্লা