সন্ধ্যায় রাজ্য পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্রে খবর যায় যে এই দুই পাচারকারী প্রচুর হেরোইন পাচার করার চেষ্টা করছে। সেই সময় তারা অভিযান চালিয়ে বাদুড়িয়ার আধারমানিক পোস্ট অফিস মোড়ের আধারমানিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সামনে থেকে দুই পাচারকারীকে প্রচুর হেরোইন সহ গ্রেফতার করে। ধৃতরা হলেন, বসিরহাটের বাসিন্দা নাসিরুদ্দিন গাজি ও বনগাঁর বাসিন্দা অতনু সাহা।
advertisement
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কেজি হেরোইন, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগর ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। দু’জনকে গ্রেফতার করে বাদুড়িয়া থানায় রাজ্যের এসটিএফ এনডিপিএস আইনে অভিযোগ দায়ের করেছে।
আরও পড়়ুন, সকাল সকাল ফের ভূমিকম্প! তীব্র কম্পন অসমের গুয়াহাটিতে, প্রবল আতঙ্ক চারদিকে!
আরও পড়ুন, মণিপুরে ৪০ ‘জঙ্গি’ খতম, বললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী, নতুন করে ঝামেলাও শুরু
দুই পাচারকারীকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। এতো বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার হওয়ায় স্বভাবতই চঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া জুড়ে। এই ঘটনার সঙ্গে অন্য কোন বড় পাচার চক্রের যোগ আছে, কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
JULFIKAR MOLLA