এই ঘটনায় গ্রামের মানুষ কাঠগড়ায় তুলেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-২ ব্লকের খুলনা পঞ্চায়েতের উত্তর খুলনা গ্রামের রেশন ডিলারকে। অভিযুক্ত ডিলারের নাম অবনী বর্মন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ডিলার তাঁদের প্রাপ্য রেশন থেকে বঞ্চিত করছেন। পাশাপাশি রেশনে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগও তোলা হয়। একজনের রেশনের কুপন অন্যজনকে দিয়ে দেওয়ার মত ঘটনা ঘটানোর অভিযোগও উঠেছে এই রেশন ডিলারের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন: বর্জ্যের প্রকারভেদ বোঝাতে বর্ধমান শহরে বাড়িতে বাড়িতে বেসরকারি সংস্থার অভিযান
ক্ষুদ্ধ গ্রামবাসীদের দাবি, রেশন ডিলার অবনী বর্মন মোটেও ভালোভাবে দোকান চালান না। সঠিক সময়ে দোকান খোলেন না, যেদিন দোকান খোলা রাখার কথা সেদিন অনেক সময় বন্ধ থাকে, রেশন সামগ্রী বিলি করতেও প্রয়োজনের তুলনায় বেশি সময় নেন। যার ফলে এই প্রখর রোদে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এইসব অভিযোগের প্রতিকার চেয়ে ওই রেশন দোকানে সামনে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। কয়েকশো গ্রামবাসী বিক্ষোভে সামিল হন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে ওই রেশন ডিলার বলেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে। আমি মোটেও দুর্নীতির সঙ্গে জড়িত নই। রেশন সামগ্রী বন্টনে কোনও অসুবিধা হয় না আমার এই ন্যায্যমূল্যের রেশন দোকান থেকে।
এদিকে রেশন দোকানের সামনে গ্রাহকদের বিক্ষোভ দেখানোর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন সন্দেশখালি-২ ব্লকের ফুড ইন্সপেক্টর কিশোরী লাল নাইয়া। তিনি বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়েছি। ঐ রেশন ডিলারকে আমি সতর্ক করেছি এবং আমি নিজে তদন্ত করে দেখব। যদি তিনি সত্যিই দোষী হন সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুলফিকার মোল্লা