আরও পড়ুন: সুসজ্জিত খাবারেই দূর হবে সুন্দরবনের মহিলাদের অপুষ্টির সমস্যা! ব্যাপারটা কী
বিদ্যুৎ বিভ্রাটের জেরে শুধু যে মানুষ প্রচন্ড কষ্ট পাচ্ছে তাই না লেখাপড়ার ক্ষতি হচ্ছে বাড়ির বয়স্ক সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন এমনকি চাষের কাজেও ব্যাপক ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ না থাকায় চালানো যাচ্ছে না পাম্প। ফলে সঠিকভাবে জমিতে জল দেওয়া সম্ভব হচ্ছে না। আর তাই বিভিন্ন পোকামাকড়ের সংক্রমণ বাড়ছে ফসলে। লাগাতার এক পরিস্থিতি চলতে থাকায় আর ধৈর্য রাখতে না পেরে এদিন হাসনাবাদে বিদ্যুৎ গ্রাহক সমিতির নেতৃত্বে সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়।
advertisement
কোথাও কোথাও নাগাড়ে চার থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এরই প্রতিবাদে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক রবিন দেবনাথ ও অজয় বাইনের নেতৃত্বে কয়েকশো গ্রাহক বিক্ষোভ দেখান। গ্রাহকরা ছয় দফা দাবি নিয়ে বিদ্যুৎ দফতরে স্মারকলিপিও জমা দেন।
জুলফিকার মোল্লা