ছোট্ট অদ্রিজার এই সাফল্যে খুশি তার প্রতিবেশীরা। জলপাইগুড়ি থেকে বাড়ি ফিরতেই ফুল-মিষ্টি দিয়ে তাকে বরণ করে নেয় এলাকার মানুষ।
আরও পড়ুন: আগুনরাঙা পলাশ ফুলে মেতে উঠল সাঁওতাল পরগনা, পালিত হল 'বাহা পরব'
অদ্রিজা মণ্ডলের বাবা একজন সামান্য কৃষক। 'দিন আনি দিন খাওয়া' সংসারে কোনরকমে বড় হচ্ছে অদ্রিজা। তবে শত অভাব সত্ত্বেও সে বা তার মা-বাবা কেউ হার মানেনি। মেয়েকে পড়াশোনা করানোর পাশাপাশি জাতীয় স্তরে খেলানোর স্বপ্ন দেখছেন বাবা সমীর মণ্ডল। যোগাসনে সাড়া ফেলে দেওয়া অদ্রিজা পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী। তৃতীয় শ্রেণির এই ছোট্ট ছাত্রীটির এখন নজর জাতীয় স্তরে সফল হওয়া। সেখানে সফল হয়ে কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া প্রজেক্টে ঢুকে আরও ভালোভাবে প্রশিক্ষণ নিতে চায়।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 8:20 PM IST