TRENDING:

North 24 Parganas News: রাজ্য যোগাসনে প্রথম তৃতীয় শ্রেণির অদ্রিজা

Last Updated:

রাজ্য যোগাসন প্রতিযোগিতায় প্রথম হয়ে সাড়া ফেলে দিল বাদুড়িয়ার তৃতীয় শ্রেণির ছাত্রী অদ্রিজা মণ্ডল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: রাজ্য যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল বাদুড়িয়ার অদ্রিজা মণ্ডল। জলপাইগুড়িতে বসেছিল ৩৮ তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব ২০২৩-এর আসর। সেখানেই যোগাসনে প্রথম হয়েছে বাদুড়িয়ার অদ্রিজা। তৃতীয় শ্রেণির ছাত্রী অদ্রিজার বাড়ি বাদুড়িয়ার যশাইকাটি গ্রাম। সে আধারমানি সম্মিলনী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।
advertisement

ছোট্ট অদ্রিজার এই সাফল্যে খুশি তার প্রতিবেশীরা। জলপাইগুড়ি থেকে বাড়ি ফিরতেই ফুল-মিষ্টি দিয়ে তাকে বরণ করে নেয় এলাকার মানুষ।

আরও পড়ুন: আগুনরাঙা পলাশ ফুলে মেতে উঠল সাঁওতাল পরগনা, পালিত হল 'বাহা পরব'

অদ্রিজা মণ্ডলের বাবা একজন সামান্য কৃষক। 'দিন আনি দিন খাওয়া' সংসারে কোনরকমে বড় হচ্ছে অদ্রিজা। তবে শত অভাব সত্ত্বেও সে বা তার মা-বাবা কেউ হার মানেনি। মেয়েকে পড়াশোনা করানোর পাশাপাশি জাতীয় স্তরে খেলানোর স্বপ্ন দেখছেন বাবা সমীর মণ্ডল। যোগাসনে সাড়া ফেলে দেওয়া অদ্রিজা পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী। তৃতীয় শ্রেণির এই ছোট্ট ছাত্রীটির এখন নজর জাতীয় স্তরে সফল হওয়া। সেখানে সফল হয়ে কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া প্রজেক্টে ঢুকে আরও ভালোভাবে প্রশিক্ষণ নিতে চায়।

advertisement

View More

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাজ্য যোগাসনে প্রথম তৃতীয় শ্রেণির অদ্রিজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল