আরও পড়ুন Murshidabad Durgapuja 2022: ৭৫ফুটের দুর্গা ঠাকুর! দেখতে লাইন পড়ছে প্রচুর
একইসঙ্গে, যাত্রী এবং ড্রাইভার-কন্ডাকটরদের সঙ্গে বচসা থেকে শুরু করে নানা সমস্যা বাসের মধ্যে হয়। সেই সব সমস্যা তৈরি হলেও সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সবটাই ধরা পড়বে বলে মত। ফলে, তাতে যাত্রী কিংবা বাসের ড্রাইভার কন্ডাকটররা প্রত্যেকে সুবিধা লাভ করবেন। মহিলাদেরও নিরাপত্তা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন যাত্রীরা। যাত্রী নিরাপত্তার কথা ভেবে বাস সংগঠনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সকল শ্রেণীর মানুষ।
advertisement
আরও পড়ুন South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? সামনে এল গাইড ম্যাপ
দীর্ঘদিন ধরেই এই রুটের বাস নিয়ে নানা অভাব অভিযোগ ছিল যাত্রীদের মধ্যে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা থেকে এই বাস চলাচল করায় নজরদারির প্রয়োজন ছিল বলেও মনে করছে প্রশাসন। সেই জায়গায় দাঁড়িয়ে সিসিটিভি ক্যামেরা বসানো এ নজরদারির পাশাপাশি যাত্রীদের নানা সুবিধা সুবিধার বিষয়টিও লক্ষ্য রাখা যাবে। বলেই মনে করা হচ্ছে। বাসের মধ্যে খারাপ ব্যবহারের শিকারের হাত থেকেও মিলবে রক্ষা। যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আগামী দিনে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছেন এই রুটের যাত্রীরা।
(রুদ্র নারায়ণ রায়)