বসিরহাটের দশটি ব্লক ও তিনটি পৌর এলাকায় প্রাইমারি টেট-এর জন্য মোট ১১টি পরীক্ষা কেন্দ্র করা হয় পর্ষদের পক্ষ থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য বসিরহাট হাই স্কুল, বসিরহাট টাউন হাই স্কুল, টাকি গভর্নমেন্ট কলেজ, তেঁতুলিয়া কলেজ। নদীমাতৃক সুন্দরবনের সন্দেশখালি এক ও দুই, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও হাড়োয়া ব্লকে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষার দেওয়ার জন্য কোনও বাধার সম্মুখীন না হয়, সেই কারণে ১৭ টি ফেরিঘাটে অতিরিক্ত ফেরি পরিষেবা চালু রাখা হয় রবিবার। এদিন সকাল থেকেই রায়মঙ্গল, কালিন্দী, ইছামতী ও বিদ্যাধরী সহ সুন্দরবনের একাধিক নদী পেরিয়ে পরীক্ষার্থীদের টেট পরীক্ষা দিতে কলকাতা সহ বিভিন্ন জায়গায় আসতে দেখা যায়।
advertisement
এছাড়াও পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন ব্যবস্থার উপরও নজর রাখা হয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত সরকারি অধিকদের পক্ষ থেকে। টাকি ও বসিরহাটের মতো শহরগুলিতে যানজট নিয়ন্ত্রণ করতে পরীক্ষা কেন্দ্রে যাওয়া ব্যতীত অন্যান্য টোটো গুলির উপর নিয়ন্ত্রণ রাখা হয় পুলিশের পক্ষ থেকেও।
একদিকে বারাসাত, ব্যারাকপুর ও কলকাতা সহ একাধিক জায়গা থেকে যেমন পরীক্ষার্থীরা বসিরহাটের বিভিন্ন প্রান্তে টেট পরীক্ষা দিতে আসেন, তেমনই স্বরূপনগর সীমান্ত থেকে শুরু করে সন্দেশখালি বা হিঙ্গলগঞ্জের মতো সুন্দরবন এলাকা থেকে বহু পরীক্ষার্থী বারাসাত ও কলকাতা সহ একাধিক জায়গায় পরীক্ষা দিতে যান।
পুরো বিষয়টির উপর নজরদারি চালানোর জন্য, বসিরহাট মহকুমা শাসকের দফতরে একটি কন্ট্রোল রুম চালু করা হয়। এর পাশাপাশি, বসিরহাট মহকুমা শাসকের দফতর থেকে একজন ডব্লিউবিসিএস পদাধিকারিকে নোডাল অফিসার হিসাবে নিযুক্ত করা হয় গোটা পরিস্থিতির উপর নজরদারির জন্য। আর তার অধীনেই ছিলেন আরও ১২ জন প্রশাসনিক পদাধিকারী। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটরদেরও নিয়োগ করা হয়। সুষ্ঠুভাবে সীমান্ত থেকে সুন্দরবনের পরীক্ষা কেন্দ্রগুলিতে টেট পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য একাধিক পরিষেবা দিতে দেখা যায় বসিরহাট প্রশাসনকে।
Rudra Narayan Roy