বসিরহাট হিঙ্গলগঞ্জ থানার বোলতলা জোড়া বটতলায় এ দিন সকালে ঘটা এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ ও লেবুখালি রোডে সকাল আট'টা নাগাদ একটি যাত্রীবাহী বাস ও ১০৭ গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় রেষারেষি করতে থাকে। আর ঠিক তখনই এক মোটরসাইকেল পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে নেমে পড়ে যাত্রী বোঝাই বাসটি।
advertisement
আরও পড়ুনঃ নদীর চরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কুমির! কোথা থেকে এল! ভাইরাল ভিডিও
যাত্রীদের চিৎকারে মুহূর্তেই বদলে যায় গোটা পরিবেশ। চিৎকার শুনে দ্রুত ছুটে আসেন আশপাশের স্থানীয় বাসিন্দারা। এসে তাদেরকে একে একে বাসের ভেতর থেকে উদ্ধার করেন। আহত যাত্রীদের সেখান থেকেই দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। সকলেরই কমবেশি চিকিৎসা চলছে।
তবে জানা গিয়েছে, বাইক আরোহী দু'জনের অবস্থাই অত্যন্ত সংকটজনক। ক্রেন নিয়ে এসে বাসটিকে তোলা হয় বলেও জানা গিয়েছে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বাসের চালক, খালাসী ও ছোট ১০৭ গাড়ির চালক-সহ খালাসীকে আটক করেছে।
দীর্ঘদিন ধরে এই এই রাস্তায় দ্রুত গতিতে যান চলাচলের নিয়ন্ত্রণের জন্য পুলিশি তৎপরতার দাবি জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তার মধ্যেই আবারও ঘটল দুর্ঘটনা। ঘটনায় এদিন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। পরে অবশ্য তা স্বাভাবিক হয়ে যায়। ঘটনায় গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন এলাকার স্থানীয় মানুষজন।
রুদ্র নারায়ন রায়