অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে ও অশোকনগর পুরসভার সহযোগিতায় একই সঙ্গে আয়োজন করা হয় জেলা সবলা মেলা ও অশোকনগর উৎসবের। সাত দিন ধরে চলা এই অনুষ্ঠানের প্রতিদিনই ছিলেন কোনও না কোনও বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান। প্রায় ৭৫ টির উপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল, পাশাপাশি ফুড কোর্ট সহ মেলায় ছিল নানা অনুষ্ঠানের আয়োজন। তবে এই অশোকনগর উৎসবের সেরা আকর্ষণ ছিলেন বলিউড গায়ক কুনাল গাঞ্জাওয়ালার গান। রবিবার রাত প্রায় ৯ টা নাগাদ মঞ্চে ওঠেন বলিউড কুণাল।
advertisement
আরও পড়ুন: এবার থেকে আরও আয়েশে সিগারেট খাওয়া যাবে কলকাতা বিমানবন্দরে
'তেরে বিন' খ্যান কুণাল গাঞ্জেওয়ালা মঞ্চে উঠতেই উপস্থিত দর্শকরা চিৎকারে ফেটে পড়েন। সামনে এই জনসমুদ্র দেখে অভিভূত হয়ে যান গায়কও। একের পর এক হিট হিন্দি গানের পাশাপাশি বাংলা গান করতেও দেখা যায় তাঁকে। এক সময় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে গানের তালে তালে এক অনন্য পরিবেশ তৈরি হয় অশোকনগর বিধান চন্দ্র ক্রীড়াঙ্গনে। তবে এই উচ্ছ্বাসের মধ্যেও নিরাপত্তার বন্দোবস্ত যথেষ্ট আঁটোসাঁটো ছিল।
ভিড় ঠেলে মাঠের ভেতরে প্রবেশ করতে না পেরে কয়েক হাজার মানুষ রবিবার রাস্তায় দাঁড়িয়ে গান শোনেন। প্রশাসনের নিরাপত্তার তারিফ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবারের মিউজিক্যাল নাইটের মধ্যে দিয়েই এবারের অশোকনগর উৎসবের সমাপ্তি ঘোষনা করা হয়।
রুদ্রনারায়ণ রায়