ফের এবছর পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় স্তরে সিনিয়র পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় অংশ নেয় সে। কেরালার কোঝিকোডড়ে হয় প্রতিযোগিতা। সেখানেই স্কোয়াটে ১৫২.৫ কেজি মেরে প্রথম স্থান অধিকার করেছে এবং জাতীয় স্তরে রেকর্ড করেছে ৬৯ কেজি বডি ওয়েট এবং সর্বমোট তৃতীয় স্থান পেয়ে সকলের নজর কেড়েছে এই বঙ্গতনয়া।
আরও পড়ুন ঃ ভারত বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য! উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার এই জিনিস!
advertisement
রিয়া বালি হেলথ সেন্টার ক্লাবে প্রশিক্ষণ নেন। তার আন্তর্জাতিক স্তরে শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য। এছাড়াও, তার সহযোগিতায় সব সময় পাশে থেকে উৎসাহিত করেছেন বালি হেলথ সেন্টার ক্লাবের সকল সদস্য এবং পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের সদস্যরা।
রিয়া গত ১০ বছর ধরে নিউব্যারাকপুরেই বসবাস করেন, পড়াশোনার কারণে।তবে রিয়ার আদি বাড়ি হাওড়া জেলায়। সেখেনে পরিবারের আর সবাই থাকে। খেলাধুলার জন্য তার বাবা মা সহ পরিবারের সদস্যরাও পাশে থেকে উৎসাহিত করেন।
খুব অল্পদিনের পাওয়ার লিফটিং এর সফর হলেও, ইতিমধ্যেই রাজ্যস্তরে, জাতীয় স্তরে পদক অর্জন করছে সে। এবার স্বপ্ন আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করার। কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর অর্থের যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব নয়, তার জন্য প্রয়োজন সরকারি সাহায্যের। যদি রাজ্য ক্রীড় দপ্তর রিয়ার এই স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করে তাহলে রিয়ার বিশ্বাস সে ভারতের নাম উজ্জ্বল করতে পারবে। এখন একটাই স্বপ্ন আন্তর্জাতিক মেডেল ছিনিয়ে আনার।
Rudra Narayan Roy