TRENDING:

North 24 Parganas News- ঠাকুরনগরে মতুয়াদের জনসমুদ্র, প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে শুরু বারুনী মেলা

Last Updated:

ঠাকুরনগরে শুরু বারুনী মেলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: শুরু হয়েছে বারুনী মেলা। করোনা পরিস্থিতিতে বিগত দুই বছর মেলা না হওয়ায় মনক্ষুন্ন ছিল মতুয়া ভক্তরা। এবছর বারুনী মেলা হওয়ায়, আনন্দে মেতেছেন মতুয়া সম্প্রদায়ের সকল মানুষ (North 24 Parganas News)। ঠাকুরনগরের বারুনী মেলা বা ঠাকুনগরের মতুয়াধর্ম মহামেলা হল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা। মেলাটি প্রতিবছর চৈত্রমাসেই অনুষ্ঠিত হয়। চলে সাত দিন ব্যাপী। মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র, কর্নাটক, ছত্রিশগড়, বিহার, ঝাড়খন্ড, ওড়িষ্যা সহ দেশের নানা প্রান্ত থেকেই ভক্ত সমাগম হয়। এমনকি বাংলাদেশ ও মায়ানমার থেকেও মতুয়াভক্তরা আসেন। সকলেই কামনা সাগরে ডুব দিয়ে পুন্যস্নান করেন। প্রতিবছরই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণত্রয়োদশীতে পুন্যস্নানের মাধ্যমে শুরু হয় বারুনী মেলা।
চলছে ঠাকুরনগরের মতুয়া ধর্মালম্বীদের বারুনী মেলা
চলছে ঠাকুরনগরের মতুয়া ধর্মালম্বীদের বারুনী মেলা
advertisement

এবছর বারুনী মেলা উপলক্ষ্যে রেল দফতর থেকে স্পেশাল ও এক্সপ্রেস মিলিয়ে ১৫টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল থেকেই ঠাকুরবাড়িতে নামে ভক্তদের ঢল(North 24 Parganas News)। ডঙ্কা, কাশর, নিশান নিয়ে তাদের মেতে উঠতে দেখা যায়। এদিন প্রখর রোদেও, কামনা সাগরের জলে স্নান করে বহু ভক্তকে দন্ডী কেটে ঠাকুর বাড়ির মূল মন্দির অবধি রাস্তা দিয়ে গড়িয়ে যেতেও দেখা যায়। ঠাকুর বাড়ির পক্ষ থেকে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। নাট মন্দিরে বসেই চলছে মতুয়া ভক্তের আরাধনা। তার পাশেই ব্যাবস্থা করা হয়েছে আগত বিপুল পরিমাণ ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ার।

advertisement

ইতি মধ্যেই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে শুরু হয়েছে মেলা। তবে অতীতে বারুনী মেলা নিয়ে শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এবার সেটাও দূর হয়েছে(North 24 Parganas News)। দুই পরিবার একসাথে হয়ে মেলা করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, দুই পৃথক মতুয়া সংগঠন এবার মিলেমিশে করতে চলেছেন এই ঐতিহ্যবাহী বারুনী মেলা। অনুমান করা হচ্ছে, এবছর বারুনী মেলায় রেকর্ড ভিড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই মেলায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা আসতে শুরু করেছেন ঠাকুরনগরে।

advertisement

আন্দামান-নিকোবর থেকে মতুয়া ভক্তদের যাতে আসতে কোন অসুবিধা না হয়, তার জন্য এই প্রথমবার অতিরিক্ত জাহাজের ব্যবস্থা করেছেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম সদস্য তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রাতে আলোর রোশনাই সেজে উঠেছে ঠাকুরনগরের মূল মন্দির। নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বারুনী মেলাকে কেন্দ্র করে। সংঘের তরফ থেকে জানা যাচ্ছে, সারা রাত ধরেই চলবে কামনা সাগরের পুণ্যস্নান। মেলার ব্যবস্থাপনার দিকে সব সময় নজর রেখে চলেছেন ঠাকুর বাড়ির সদস্যরা। ভেদাভেদ ভুলে বারুনী মেলা যেন হয়ে উঠেছে সকল ধর্ম সমন্বয়ের মেলা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- ঠাকুরনগরে মতুয়াদের জনসমুদ্র, প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে শুরু বারুনী মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল