TRENDING:

North 24 Parganas: শিক্ষারত্ন পাচ্ছেন বারাসত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক

Last Updated:

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বারাসাতের নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বারাসতের নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক। যোগ্য মানুষের হাতেই শোভা পায় এই সম্মান, এমনটাই জানিয়ে আবেগে ভাসছে পড়ুয়া থেকে সহকারী শিক্ষকেরা। উত্তর ২৪ পরগনার নবপল্লী বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার রায় এ বছর রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। রাজ্য সরকারের তরফ থেকে তার নাম মনোনীত হওয়ার পরই আবেগে ভাসছে গোটা স্কুল। অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মিলছে শুভেচ্ছা বার্তা।
বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক
বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক
advertisement

 

 

পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই শিক্ষারত্ন পুরস্কার গ্রহণ করবেন সুজিত বাবু। তিনি ছাড়াও, জেলার আরও দুই শিক্ষকের হাতে তুলে দেওয়া হবে এই শিক্ষারত্ন পুরস্কার। অতিমারীর সময় স্কুলের ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, অনলাইন ক্লাস নেওয়া এবং সারা বছর ধরে ছাত্রদের পাশে থেকে সর্বতভাবে সাহায্যের সাথে সাথে শিক্ষাদানের উপরে নির্ভর করে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন, নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার রায়।

advertisement

View More

আরও পড়ুনঃ কলকাতার মতোই দুর্গাপুজো কার্নিভাল কি এবার অশোকনগরেও! বাড়ছে জল্পনা

 

 

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবার গোটা রাজ্যের ৬১ জনকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার মোট তিনজন শিক্ষক রয়েছেন। বিজ্ঞান বিষয়ক এই শিক্ষকের শিক্ষারত্ন পুরস্কার পাওয়ায় স্কুলে রীতিমত উৎসবের মেজাজ।

advertisement

আরও পড়ুনঃ যশোর রোড তো নয়! যেন মরণ ফাঁদ! কি এমন ঘটল?

 

 

যদিও, এই পুরস্কারের পুরো কৃতিত্বই গোটা স্কুলের মধ্যে ভাগ করে দিয়েছেন প্রধান শিক্ষক। স্কুলেরই ছাত্র দীপ্তাংশু পাল জানান, স্যার শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছে শুনেই স্কুল নিয়ে গর্ব অনুভব হচ্ছে। আমরা সকলেই খুব খুশি। নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষকের এই কৃতিত্বে খুশি অভিভাবক সহ প্রাক্তনীরাও।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: শিক্ষারত্ন পাচ্ছেন বারাসত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল