উদ্ধার হয় আরো প্রায় কুইন্টাল খানেক নিষিদ্ধ শব্দবাজি। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। উদ্ধার হওয়া শব্দবাজি গুলি বাজেয়াপ্ত করেছে স্বরূপনগর থানার পুলিশ। পরিবেশ দূষণ রোধে, রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে নেমে বারাসত পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন জায়গায় চলছে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের কাজ। গোবরডাঙা থানা এলাকায় কয়েকদিন ধরে চলা অভিযানে, প্রায় পঞ্চাশ কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাযায়। অভিযুক্ত ওই নিষিদ্ধ শব্দবাজি বিক্রেতার নাম সত্যজিৎ দেবনাথ।
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোকে ঘিরে সেজে উঠছে বারাসত! নজর থাকবে এই পুজোগুলিতে
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি এদিন বেলেনী ডাম্পিং গ্রাউন্ডে, গোবরডাঙ্গা দমকল বিভাগের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে নিষ্ক্রিয় করা হয়। এবছরও লক্ষ্মী পূজার রাতে হাবরা অশোকনগরে দেখা গিয়েছে শব্দবাজির দাপট। এরপরই প্রশ্ন উঠছে এত পুলিশি অভিযানের পরও কিভাবে ক্রেতারা হাতে পাচ্ছেন নিষিদ্ধ শব্দবাজি! প্রশাসনের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে বিশেষ নজরদারি চালানোর জন্য সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে জেলার নানা প্রান্তে। কালী পুজোর রাতে শব্দ দানব রুখতে তৎপর জেলা প্রশাসন।
Rudra Narayan Roy