লকডাউন পরিস্থিতিতে বাজার কিছুটা মন্দা গিয়েছিলো,কিন্তু বর্তমানে আবারও ফাইবারের রমরমা দত্তপুকুরে।৩৫ নম্বর জাতীয় সড়কের দত্তপুকুর নরসিংহপুর এলাকাত দুই ধারে একাধিক ফাইবার কারখানা অবস্থিত। কিভাবে তৈরি হয় এই ফাইবারের তৈরি মডেল বা ছবির সেট সেটিং? প্রথমে কাঠামো তৈরি করে তাতে বিচালি দিয়ে বেধে তারপর মাটি দিয়ে তৈরি হয় ডাইস। এরপর সেই ডাইসে ফাইবার গলিয়ে ঢেলে দিলেই তৈরি বিভিন্ন মডেল।
advertisement
যেকোন অনুষ্ঠান বাড়িতে গেট থেকে দেব দেবীর মূর্তি,মুনি ঋষিদের মুর্তি, এমনকি কোন রাজবাড়িবা প্রাসাদ সবটাই তৈরি হয় একই পদ্ধতিতে। সামনে দুর্গা পুজোয়,বিদেশে প্রতিমা যাবে দত্তপুকুর থেকেই। শুরু হয়ে গেছে তার প্রস্তুতি পর্ব। তবে এখান থেকে আগে মাটির তৈরি দুর্গা বিদেশে পাড়ি দিতো। তবে এখন ফাইবারের দুর্গার চাহিদাই বেশি। সুবিধা হল, এটা পার্ট পার্ট করে প্যাকিং করে নিয়ে যাওয়া যায়,নষ্ট হওয়ার সুযোগ নেই বললেই চলে।২৫-৩০ বছর ধরে দত্তপুকুরে এই ফাইবার কারখানাগুলি প্রতিষ্ঠিত হয়েছে তবে গত ১৫-১৬ বছর ধরে বেশি চলছে কারখানা, সেক্ষেত্রে কারখানার পরিমানও বেড়েছে।বেশিরভাগ শ্রমিকরাই হ্যায়দ্রাবার,চেন্নাই থেকে শিখে এসে এই কাজ করছে দত্তপুকুরে। রামজি ফ্লিম সিটির অধিকাংশ মডেলই ফাইবারে তৈরি। ফাইবার যেকোন ছবির শ্যুটিংয়ে যেমন ব্যবহার করা হয় তেমনই পার্কে বিভিন্ন পশু পাখি স্টাচু তৈরি হয় ।পাশাপাশি ফাইবার দিয়েই দেব দেবীর মূর্তি, মানুষের মূর্তি সহ পুজোর মন্ডপও তৈরি হচ্ছে এই ফাইবারে। সবমিলিয়ে ফাইবার শিল্পকে ঘিরে স্বপ্ন দেখছেন শিল্পীরা। যোগাযোগ-086535 79681
রুদ্র নারায়ণ রায়