এবার, সেই বারাসত চাঁপাডালি মোড় সংলগ্ন টাকি রোডের ছোটমার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে এই খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য পরে যায়। এর আগেও বহুবার চুরি ঘটনা ঘটেছিলো এই মন্দিরে। তবে স্থানীয় মানুষদের বিশ্বাস মায়ের ইচ্ছাতেই, সেভাবে কিছুই করতে পারেনি দুষ্কৃতীদের দল। তবে এবার বটেশ্বরী জটেশ্বরী কালি মন্দিরে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুষ্কৃতীদের দল।
advertisement
আজ সকালে ওই মন্দিরের পুরোহিত গৌতম শুক্লা এসে দেখে মন্দিরের গেটের তালা ভাঙা, মা এর লক্ষাধিক টাকার সোনার জিভ গায়েব, একই সাথে আর যা যা সোনার অলঙ্কার ছিল সব চুরি গিয়েছে। সোনার অলঙ্কারের পাশাপাশি পুজোয় ব্যবহৃত যত কাঁসার বাসন সেগুলিও নিয়ে যায় চোরের দল।বারাসত থানায় মন্দির কমিটির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে।
তবে বারাসত চাঁপাডালি চত্ত্বরে সারারাতই লোকজন থাকে। পাশাপাশি পুলিশ প্রহরার রয়েছে, আশপাশের মার্কেটে নাইট গার্ডও থাকে। তারপরেও এই ধরনে চুরি ঘটনা কিভাবে ঘটলো! ইতিমধ্যেই বারাসাত থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে পাশাপাশি পরীক্ষা করে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। চুরির ঘটনায় এলাকাজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। পুলিশি নিরাপত্তা নিয়ে উদাসীনতার প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ।
Rudra Narayan Roy