আরও পড়ুন: হিমালয়ের কোলে বদ্রিনাথ দর্শনের সুযোগ বারাসতে!
শহরে প্রবল যানজট এবং দুর্ঘটনার কারণ হিসেবে এলাকাবাসীর দাবি, বনগাঁ শহরের সমস্ত ফুটপাত বেআইনিভাবে দখল করে দোকান গড়ে তোলা হয়েছে। রমরম করে চলছে ব্যবসা এছাড়াও দুর্গাপুজোর আলোকসজ্জার জন্য রাস্তার উপরে তৈরি করা হয়েছিল তোরণ। সেগুলো এখনও খোলা হয়নি। যার কারণেও হচ্ছে যানজট। সামনেই আবার কালীপুজো। ফলে নতুন করে আলোকসজ্জার জন্য আরও কিছু জায়গায় বাঁশ পোতা হচ্ছে। এই নিয়ে বনগাঁ পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই প্রচার শুরু করা হয়েছে।
advertisement
এই প্রসঙ্গে পুরপ্রধান গোপাল শেঠ জানান, দুর্গাপুজোর পরপরই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে শহরে। এমন পরিস্থিতি এড়াতে ফুটপাত দখল করে গড়ে ওঠা যাবতীয় দোকান তুলে দেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি রাস্তার উপর গাড়ি পার্কিং করা যাবে না বলেও জানিয়েছেন। তবে গোপালবাবু আরও বলেন, ফুটপাথের দোকানগুলোকে এখনই উচ্ছেদ করা হচ্ছে না কিন্তু যাতায়াতের জন্য জায়গা রেখে সবকিছু করতে হবে। পুজোর সময় যে সমস্ত তোরণ তৈরি করা হয়েছিল তাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে সবকিছু খুলে ফেলার সময় সময় বেঁধে দিয়েছেন তিনি। যারা এই নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে পুরসভা আইনানুগ ব্যবস্থা নেবে।
রুদ্রনারায়ণ রায়