রাজ্যের নানা প্রান্তে অভিনব প্রচার দেখা গিয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে। সব রাজনৈতিক দলগুলি তাদের নিজের নিজের মত করে প্রচার সেরেছেন ইতিমধ্যেই। তবে বাম যুব সংগঠনের তরফে এদিনের প্রচার রীতিমতো সারা ফেলে দিয়েছে শিয়ালদহ বনগাঁ শাখার লোকাল ট্রেনে। এদিন বিভিন্ন স্টেশনে এমনকি ট্রেনে উঠেও দেওয়া হল এই টিকিট। সঙ্গে বার্তা দেওয়া হল চোর লুটেরা দাঙ্গাবাজদের সরিয়ে মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে।
advertisement
আরও পড়ুন:
টিকিটের উল্টো পিঠে রয়েছে বামেদের ক্ষমতায় নিয়ে আসা হলে তারা কি কি করবেন তার ছোট্ট ইশতেহারও। প্ল্যাটফর্মে, ট্রেনের ভেতরে বামেদের যুব সংগঠনের কর্মীদের এভাবে পঞ্চায়েত ভোটের অভিনব প্রচার দেখে অবাক হলেন যাত্রীরাও। ট্রেন যাত্রীদের মধ্যে প্রচারের পাশাপাশি জনসংযোগ বাড়াতে এই অভিনব চিন্তা মাথায় এসেছে বলেই জানালেন সংগঠনের সদস্যরা। তবে বামেদের শেষ মুহূর্তের এই প্রচার কতটা কাজে আসে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকদিন।
Rudra Narayan Roy





