আরও পড়ুন: জেলায় পাঁচ লক্ষ ফল গাছের চারা বিলি
বাঁশকে ছোট ছোট আকারে কেটে নিয়ে তা থেকে আবার সরু মসৃণ কাঠি বার করে বান্ডিল করছেন মিনাখাঁর কারিগররা। সেই বাঁশের কাঠি চলে যাচ্ছে কলকাতা সহ জেলার বিভিন্ন একাকায়। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রামের কয়েকশো বধূ ও বৃদ্ধারা এই কাজ করছেন। এলাকার বধূরা জানান, কলকাতা থেকে গাড়িতে করে সপ্তাহে সপ্তাহে বাঁশের চটা আসে। সেগুলি থেকে কাঠি তৈরি করে রোদে শুকিয়ে বান্ডিল করে আবার চলে যায় কলকাতায়। ৮০০-৯০০ কাঠির এক একটি বান্ডিলে পান মাত্র ৬ টাকা। প্রতিদিন এভাবে তাঁরা ৫০-৬০ টাকা আয় করেন।
advertisement
তবে এই কাঠিগুলি দিয়ে ঠিক কী তৈরি হয় তা জানেন না কেউই! কেউ জানায়, ঘুড়ি তৈরি হয়, আবার কেউ বলে এই কাঠি দিয়ে বিভিন্ন শৌখিন জিনিসপত্র, পুতুল কিংবা আইসক্রিম কারখানায় ব্যবহার করা হয়। তবে ঘরের কাজ সেরে বধূ ও বৃদ্ধারা কিছুটা হলেও আয়ের পথ দেখছেন এই কাঠি প্রস্তুত করে।
জুলফিকার মোল্লা