এই বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ নেই৷ ফলে বর্তমানে যারা ভর্তি হবেন তাদের অফলাইনে ভর্তি হতে হবে অর্থাৎ বিদ্যালয়ে এসে ভর্তির ফর্ম পূরণ করে জমা দিতে হবে৷ তবে প্রধান শিক্ষক জানিয়েছেন, আগামী বছর থেকে যাতে অনলাইনের মাধ্যমে ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারে তার চেষ্টা করা হচ্ছে৷ এই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র ছাত্রী দুস্থ পরিবার থেকে উঠে আসা৷ ফলে প্রায় ৬০ শতাংশ ছাত্র-ছাত্রীর বেতনে বিশেষ ছাড় দেওয়া হয় বলে জানায় স্কুল কর্তৃপক্ষ৷ তবে অনেক অভিভাবকই সরকারি নিয়ম মেনেই ২৪০ টাকা মাসিক বেতন দিয়ে থাকেন৷ এই বিদ্যালয়ে প্রায় ১২০০ ছাত্র-ছাত্রী রয়েছে৷
advertisement
স্কুলের পরিবেশও মনোরম। ফুলের বাগান, গাছপালা সহ স্কুলের ক্লাসরুম থেকে বারান্দা, সবই সাজিয়ে তোলা হয়েছে। স্কুলের ক্লাসরুম সেজেছে ট্রেনের কামরায়। বিভিন্ন মনীষীদের বাণী স্থান পেয়েছে স্কুল চত্বরে। স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রতিবছরই বহু ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের নজর থাকে এই স্কুলের দিকে।
Rudra Narayan Roy